লকডাউন ৫.০-র চলছে। সোমবার থেকেই কনটেনমেন্ট জোন ছাড়া দেশের অন্য এলাকাগুলি স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। এই মুহূর্তে ভারতে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭ হাজার ৬১৫ জন। মৃত্যু হয়েছে ৫ হাজার ৮১৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৪০০ জনেরও বেশি। এই মুহূর্তে বাংলাতে করোনা আক্রান্তের সংখ্যা ৬,১৬৮ জন। মৃত বেড়ে ২৬৩।করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
বেলা ১. ২৩: লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্য ত্রাতার ভূমিকা নিয়েছে ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেন। এর মাধ্যমে বাড়ি পৌঁছতে সক্ষম হয়েছেন ৫৭ লক্ষেরও বেশি মানুষ। কিন্তু এবার চাহিদা কমে আসায় বন্ধ হতে চলেছে শ্রমিক স্পেশ্যাল (Shramik Trains) । সূত্রের খবর, পয়লা জুন থেকে এই ট্রেনগুলিতে সফরের জন্য শ্রমিকদের নাম নথিভুক্ত করা হচ্ছে না।
বেলা ১.০২: সামাজিক দূরত্বের বিধি মেনেই মধ্যপ্রদেশে খুলে গেল বেশ কিছু পার্লার। পিপিই পরেই কাজে যোগ দিলেন কর্মীরা। একই ছবি তামিলনাড়ুতেও।
বেলা ১২. ৪৫: সন্ধে ৭ টায় বাসভবনে মন্ত্রিসভার বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বেলা ১২.৩০: অন্ধ্রপ্রদেশে মৃত্যু হল আরও ৪ করোনা আক্রান্তের। নতুন করে সংক্রমিত ৭৯ জন।
বেলা ১২. ০০: ঝাড়খন্ডে ৫১ জনের শরীরে মিলল করোনার জীবাণু। মোট আক্রান্ত ৭২৬ জন।
সকাল ১১.৩০: “রাজ্যের ইচ্ছে থাকলেও সংগতি নেই। তাই পিএম কেয়ার ফান্ড থেকে পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে দেওয়া হোক ১০ হাজার টাকা”, কেন্দ্রের কাছে আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সকাল ১১.০০: গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের ৪৭ জন পুলিশ আধিকারিকের শরীরে থাবা বসিয়েছে নোভেল করোনা ভাইরাস।
সকাল ১০.৩০: রাজস্থানে আরও ১০২ জনের শরীরে মিলল করোনার জীবাণু। আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই।
সকাল ১. ১৫: অসমে নতুন করে করোনা আক্রান্ত ৪৮ জন। মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫৬১।
সকাল ৯.৫০: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত ৮,৯০৯ জন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৭ হাজার ৬১৫ জন। একই সময় মৃত্যু হয়েছে ২১৭ জনের। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৫।
সকাল ৯.৩০: দিল্লির এক জেলা আদালতের বিচারক করোনা আক্রান্ত। ইতিপূর্বে তাঁর স্ত্রীও করোনা আক্রান্ত হয়ছিলেন।
সকাল ৯.০০: আমেরিকার দেশজোড়া আন্দোলন সংক্রমণ বাড়াচ্ছে, মত বিশেষজ্ঞদের।
সকাল ৮.২৫: লক্ষ্মীরতন শুক্লার ক্রিকেট অ্যাকাডেমি খুলল রাজ্যে। মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনে চলছে অনুশীলন।
সকাল ৮.২০: ভারতে অন্যান্য দেশের তুলনায় করোনায় মৃত্যুহার কমেছে। মৃতের সংখ্যা নিয়ে কোনও তথ্য গোপন করা হচ্ছে না। এ নিয়ে কেন্দ্রের তরফে কোনও তথ্য গোপন করা হচ্ছে না। এমনটাই দাবি করেছেন আইসিএমআরের বিজ্ঞানী নিবেদিয়া গুপ্তা।
সকাল ৮.১৫: আজ থেকে রাজ্যে আটো, ক্যাব ও ট্যাক্সিতে বাড়ছে যাত্রী সংখ্যা। যত আসন ততজন যাত্রী বহন করা যাবে।
সকাল ৮.০০: দু লক্ষ ছুঁইছুঁই দেশে করোনা আক্রান্তের সংখ্যা।
The post করোনা LIVE UPDATE: ১ জুন থেকে বন্ধ নাম নথিভুক্তকরণ, বন্ধ হচ্ছে শ্রমিক স্পেশ্যাল! appeared first on Sangbad Pratidin.
