দেশে আনলক ওয়ান পর্বের মধ্যেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে উদ্বেগ বাড়ছে সকলেরই। এখনও পর্যন্ত দেশে ৫লক্ষ ২৮হাজার ৮৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৬ হাজার ৯৫জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ২৮৩ জন। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৩৯ জনের। এই পরিস্থিতিতে আগামী ১২ আগস্ট পর্যন্ত সমস্ত ট্রেন পরিষেবা বাতিল করেছে রেল মন্ত্রক। যদিও বিশেষ ট্রেন যেমন চলছিল, তেমনই চলবে। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১০.৩০: গোয়ার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুরেশ আমোনকার সুস্খ আছেন। জানালেন গোয়ার বর্তমান স্বাস্থ্যমন্ত্রী।
রাত ১০.০: ঝাড়খণ্ডে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬৯ জন।
রাত ৯.১৫: অসমে করোনা থেকে সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৭১ শতাংশ।
রাত ৮.৩০: সোমবার থেকে গুরুগ্রামে খুলছে শপিং মল।
রাত ৮.১৫: মণিপুরে বাড়ল লকডাউন।
রাত ৮.০০: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৫ হাজার জন।
সন্ধে ৭.২০: করোনা আবহে রাজস্থানে দশম শ্রেণির পড়ুয়াদের কয়েকটি পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছিল। সোমবার থেকে সেই পরীক্ষা নেওয়া যাবে বলে জানাল সুপ্রিম কোর্ট।
সন্ধে ৬.৫৫: গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৫৭২ জন। ফলে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭,২৮৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১০ জনের। ফলে বাংলায় করোনায় মৃত্যু বেড়ে দাঁড়াল ৬৩৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১৫৮ জন।
সন্ধে ৬.৩০: লক ডাউন-এ কুপোকাৎ বাণিজ্যনগরী শিলিগুড়ি। ইতিমধ্যেই তিন মাসে ক্ষতি হয়ে গিয়েছে প্রায় দু’হাজার কোটি টাকা। দৈনিক প্রায় কুড়ি থেকে পঁচিশ কোটি টাকার লেনদেন হয় শিলিগুড়িকে ঘিরে। হোটেল থেকে পণ্য পরিবহণ, কিংবা পর্যটন থেকে আমদানি রপ্তানির ব্যবসা মুখ থুবরে পড়েছে গোটাটাই।
সন্ধে ৬.১০: পশ্চিমবঙ্গের শহরের প্রাথমিক স্বাস্থ্যকর্মীদের সম্মানার্থে ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বিকেল ৫.২৫: বাংলাদেশে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ভন্টিলেটর পাঠিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
বিকেল ৪.৪৫: লকডাউনের ফলে দূষণ কম থাকায় বাংলাদেশের বাজারে ভাল ইলিশ মিলবে বলেই আশা ব্যবসায়ীদের।
বিকেল ৪.০০: ৪৮ ঘণ্টায় ১৫০ জন মহারাষ্ট্র পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন।
দুপুর ৩.৩০: ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে ৬০৬ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান।
দুপুর ৩.০০: বেজিং-এর লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত। নতুন করে আতঙ্কে স্থানীয়রা।
দুপুর ২.৪০: করোনা আবহে মহারাষ্ট্রে ৩ মাস পর খুলল স্যালুন।
দুপুর ২.৩০: দিল্লিতে গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি বলে এদিন সাফ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দুপুর ১.৪০: করোনা আবহেই রাম মন্দিরের কাজ খতিয়ে দেখতে অযোধ্যা গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
দুপুর ১.৩০: হ্যান্ড স্যানিটাইজারে মিশছে বিষ। বেশি ব্যবহারের ফলে মৃত্যু হতে পারে বলে সতর্ক করলেন বিশেষজ্ঞরা।
দুপুর ১.১০: করোনায় আক্রান্ত দুর্গাপুরের এক ডেপুটি মেজিস্ট্রেট।
দুপুর ১২.৪০: উত্তরপ্রদেশের কনৌজে চিকিৎসার অভাবে মৃত এক তরুণী। করোনা সন্দেহে তাঁকে ভরতি নিয়ে অস্বীকার করে হাসপাতালগুলি।
দুপুর ১২.২০: মুরলি ধর সেন লেনে একটি বাড়িতে করোনার হানা। বিজেপির রাজ্য দপ্তরের থেকে কয়েক পা দূরেই রয়েছে বাড়িটি।
বেলা ১১.৩০: করোনা ভাইরাসকে হারাতে গেলে দেশবাসীকে আনলকে লকডাউনের থেকেও বেশি সতর্ক হতে হবে। পাশাপাশি সামাজিক বিধি মেনে চলারও পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বেলা ১১.১৫: কলকাতায় করোনা আক্রান্ত এক অ্যাপ ক্যাব চালক।
বেলা ১১.০৫: ১৪ দিনের কঠোর লকডাউনের পূর্বে গুয়াহাটির বাজারে ভিড় স্থানীয়দের।
সকাল ১০.৫০: বিশ্বে কোটি ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা। সুস্থ হয়েছেন প্রায় ৫৫ লক্ষ মানুষ।
সকাল ১০.০০: ২৪ ঘণ্টায় ৩৩ জন বিএসএফ জওয়ানের শরীরে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি।
সকাল ৯.৪০: ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ হাজার ৯০৬ জনের শরীরেব মিলল করোনা ভাইরাসের সন্ধান। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ২৮ হাজার ৮৫৯ জন। করোনার আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪১০ জন। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬ হাজার ৯৫ জন।
সকাল ৯.০০: রবিবার সম্পূর্ণ লকডাউনের জেরে কেরলে কোয়াট্টামে থমথমে রাস্তা।
সকাল ৮.০০: আনলক ওয়ানের ২০ দিন পর রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
The post আশা জাগাচ্ছেন কোভিডজয়ীরা, অসমে সুস্থতার হার ৭১ শতাংশ appeared first on Sangbad Pratidin.