দাপট কমছে না করোনা ভাইরাসের। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০,৮৮,৬১২। মৃত্যু হয়েছে ৪২,৫১৮ জনের। বাংলায় মোট সংক্রমিতের সংখ্যা ৯২ হাজার ৬১৫। মৃত্যু হয়েছে ২,০০৫ জনের। তবে সুস্থতার হারও বাড়ছে। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ৯.৩৯: ২৮ আগস্ট তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস। রেড রোডে গান্ধীমূর্তির সামনে প্রতি বছর তা পালন করে শাসকদলের ছাত্র সংগঠন। উপস্থিত থাকেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আবার কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদও ওইদিন বড় কর্মসূচি নেয় মহাজাতি সদনে। কিন্তু এবার? বছর তো ওইদিন সরকার ঘোষিত পূর্ণাঙ্গ লকডাউন। সূত্রের খবর, ওই দিনটি নিয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। আবার ২০ আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন ও ২৮ আগস্ট সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য লকডাউনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আরজি জানিয়েছে ছাত্র পরিষদও। কর্মসূচি করতে চেয়ে রীতিমাফিক মহাজাতি সদনও ভাড়া চাওয়া হয়েছে।
রাত ৯.২২: রাজস্থানে করোনা সংক্রমণে রেকর্ড। একদিনে আক্রান্ত ১১৭১ জন।
রাত ৮.৫৩: বাংলায় হু হু করে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৯৪৯ জন। মৃত্যু হয়েছে ৫১ জনের।
রাত ৮.৫০: গোয়ায় নতুন করে কোভিড আক্রান্ত ২৫৯ জন।
রাত ৮.৪৯: গত ২৪ ঘণ্টায় মুম্বইতে করোনা আক্রান্ত ১৩০৪ জন।
রাত ৮.৪৪: হরিয়ানায় নতুন করে করোনা আক্রান্ত ৭৮৯ জন।
রাত ৮.৩৬: কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭১৭৮ জন।
রাত ৮.১৬: উত্তরাখণ্ডে নতুন করে করোনা আক্রান্ত ৫০১ জন।
সন্ধে ৭.৫৮: করোনা আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়াদুরাপ্পার শারিরীক অবস্থা স্থিতিশীল।
সন্ধে ৭.৪২: মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত ১২ হাজার ৮২২ জন।
সন্ধে ৭.৩৬: গুজরাটে নতুন করে করোনা আক্রান্ত ১ হাজার ১০১ জন।
সন্ধে ৭.২৮: আগস্টের দ্বিতীয় লকডাউনে বিধিভঙ্গের অভিযোগে সন্ধে ৬টা পর্যন্ত গ্রেপ্তার ৬৭১ জন।
সন্ধে ৭.২৫: মণিপুর গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত ১৬৯ জন।
সন্ধে ৭.১২: গত ২৪ ঘণ্টায় পাঞ্জাবে নতুন করে করোনা আক্রান্ত ৯৯৮ জন।
সন্ধে ৭.০৫: মুম্বইয়ের ধারাভিতে ফের সংক্রমণ। নতুন করে আক্রান্ত আরও ৮ জন।
সন্ধে ৬.৫১: গত ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে ৪৬৩ জন করোনা আক্রান্ত।
সন্ধে ৬.৪৭: অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত ১০ হাজার ৮০ জন।
সন্ধে ৬.২৮: গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে করোনা সংক্রমিত ৫৮৮৩ জনের শরীরে।
সন্ধে ৬.১৬: গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা আক্রান্ত ১৪২০ জন।
সন্ধে ৬.০৭: দুশ্চিন্তার মাঝে সুখবর। ভারতে সুস্থ হয়ে ১৪.২ লক্ষ মানুষ। বর্তমানে সুস্থতার হার ৬৮.৩২ শতাংশ।
বিকেল ৫.৫৭: দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত ১ হাজার ৪০৪ জন।
বিকেল ৫.৫১: চণ্ডিগড়ে নতুন করে করোনা আক্রান্ত ৫২ জন।
বিকেল ৫.১৫: ৮ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৩টি জেলা করোনার হটস্পট হয়ে উঠছে। যার মধ্যে বাংলার পাঁচটি জেলা রয়েছে-কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, মালদহ।
বিকেল ৫.০০: করোনা আক্রান্ত নদিয়ার চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান। পেটে ব্যথা নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভরতি হন তিনি। শনিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। কলকাতার ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, বিধায়কের অবস্থা স্থিতিশীল।
বিকেল ৪.৪০: তেলেঙ্গানর শ্রমমন্ত্রী করোনা আক্রান্ত। তিনি আইসোলেশনে রয়েছেন।
বিকেল ৪.০০: হিমাচলে করোনা আক্রান্ত আরও ৫৬ জন।
দুপুর ৩.৩৩: করোনায় আক্রান্ত হয়ে ভারতে ইতিমধ্যে ২০০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার আরজি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের।
দুপুর ৩.১৭: বন্দে ভারত মিশন চলবে, জানিয়ে দিল কেন্দ্র।
দুপুর ৩.০০: পাঞ্জাবের জলন্ধর, পাতিয়ালা ও লুধিয়ানায় আরও কড়া হচ্ছে লকডাউন। রাত নটা থেকে সকাল পাঁচটা অবধি জারি থাকবে নাইট কারফিউ।
দুপুর ২.৪৪: করোনামুক্ত হলেন অভিষেক বচ্চন। ছাড়া পেলেন হাসপাতাল থেকে।
দুপুর ২.০০: পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষ ছুঁইছুঁই।
দুপুর ১.৪৯: দেশের কৃষি পরিকাঠামো উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র। আগামী কাল এই যোজনার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দুপুর ১.১৫: নোভেল করোনা ভাইরাস সংক্রমণের চার থেকে পাঁচদিন পর উপসর্গ দেখা যেত। বিজ্ঞানীরা বলেছেন, ভাইরাসটি নিজেকে ক্রমাগত পরিবর্তন করছে। ফলে সাত-আটদিন পরেও উপসর্গ দেখা যেতে পারে।
দুপুর ১.০০: মালদহে লকডাউন ভেঙে চলছে মাছ ধরার প্রতিযোগিতা।
দুপুর ১২.৪০: লকডাউন ভেঙে ক্যানিংয়ে দোকান খোলা হয়েছিল। পুলিশ এসে বন্ধ করে দেয়।
দুপুর ১২.১৯: দক্ষিণ দিনাজপুরে দুতলা থেকে ঝাঁপ এক করোনা আক্রান্তের।
দুপুর ১২.০০: গত ২৪ ঘণ্টায় ওড়িশায় সংক্রমণের চেয়ে সুস্থতার হার বেশি।
সকাল ১১.৪৫: সবজি-মাছ-দুধ বিক্রেতা বা দোকানিদের থেকে ছড়াতে পারে করোনা। তাঁদের পরীক্ষা করার নির্দেশ দিল কেন্দ্র সরকার। এ নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের সঙ্গে কথা বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।
সকাল ১১.০০: কোঝিকোর বিমানবন্দরে উদ্ধারকার্যের সঙ্গে যুক্ত যাঁরা, তাঁদের সেলফ আইসোলেশনে যাওয়ার নির্দেশ। তাঁদের সকলের করোনা পরীক্ষা হবে বলে জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা।
সকাল ১০.৪০: নয়ডার সেক্টর ৩৯-এ ৪০০ শয্যার কোভিড হাসপাতাল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সকাল ১০.১৫: শনিবার সকাল ১০টা পর্যন্ত রাজস্থানে করোনা আক্রান্ত ৪৯৯ জন। মৃত্যু হয়েছে ৯ জনের।
সকাল ৯.৫৫: কলকাতায় কড়া লকডাউন। বিভিন্ন এলাকায় পুলিশি নজরদারি চলছে।
সকাল ৯.৪৯: গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত ৬১ হাজার ৫৩৭ জন। মৃত্যু হয়েছে ৯৩৩ জনের। সুস্থ হয়েছেন ১৪ লক্ষ ২৭ হাজার ৬ জন।
সকাল ৯.৪৬: গত ২৪ ঘণ্টায় প্রায় ছয় লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে।
সকাল ৯.২২: সপ্তাহন্তে প্রয়াগরাজেও চলছে লকডাউন।
সকাল ৯. ১৪: শিলিগুড়ি কড়া লকডাউনের ছবি। বন্ধ সমস্ত দোকান-পাট। রাস্তাও শুনশান।
সকাল ৯.০৫: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দুকোটি ছুঁইছুঁই।
সকাল ৯.০০: দৈনিক সংক্রমণের হারেও আমেরিকা ও ব্রাজিলকে টপকে গেল ভারত। চলতি মাসে চারদিন (২,৩, ৫ ও ৬) বিশ্বে সর্বাধিক সংক্রমণের সাক্ষী থেকেছে ভারত। এমনকী, ১০ লক্ষ থেকে ২০ লক্ষের গণ্ডি পার করতে সবচেয়ে কম সময় নিয়েছে দেশ।
সকাল ৮.৫০: আজ বাংলায় ২৪ ঘণ্টার লকডাউন। রাজ্যের বিভিন্ন জেলায় লকডাউন ভাঙা হচ্ছে বলে অভিযোগ।
সকাল ৮.৪০: ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ। এমন পরিস্থিতিতে সেপ্টেম্বরেই স্কুল চালু করতে চায় কেন্দ্র। বিভিন্ন রাজ্য থেকে স্কুল শুরুর তারিখ প্রস্তাব রাখা হয়েছে। তবে বাংলার তরফে কোনও তারিখ নির্ধারণ করা হয়নি।
সকাল ৮.৩০: ক্রমণ আলগা হচ্ছে রাশ। আগস্টের শুরুতেই আমেরিকা ব্রাজিলকে টপকে গেল ভারতের সংক্রমণ। ওয়ার্ল্ড মিটার-এর তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম ছদিনে ভারতে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ২৮ হাজার ৯০৩ জন। একই সূত্রে মারফত খবর, একই সময়ে তালিকার শীর্ষে থাকা আমেরিকায় আক্রান্ত হয়েছেন ৩,২৬,১১১ জন। আর দুনম্বরে থাকা ব্রাজিলে আক্রান্ত ২ লক্ষ ৫১ হাজার ২৬৪ জন।
সকাল ৮.১৫: আমেরিকা, ফ্রান্স, জার্মানিতে থাকা ওভারসিজ কার্ড হোল্ডার ভারতীয়রা ভারতে আসতে পারবেন।
সকাল ৮.১০: আগস্ট মাসে করোনা আক্রান্তের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বাধিক হতে পারে। সংক্রমণের নিরিখে বিশ্বের এক নম্বর স্থানে পৌঁছে যেতে পারে ভারত।
সকাল ৮.০০: করোনা ভ্যাক্সিনের দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে রাখতে চাইছে সিরাম। একটি ডোজের দাম হতে পারে ২৫০ টাকা।
The post করোনা LIVE UPDATE: TMCP’র প্রতিষ্ঠা দিবস, ২৮ আগস্ট লকডাউন প্রত্যাহারের আরজি appeared first on Sangbad Pratidin.