shono
Advertisement

মানবিক সিদ্ধান্ত, চিকিৎসার সাহায্যে প্লাজমা দান কলকাতার করোনাজয়ী পুলিশ অফিসারের

শুক্রবার মেডিক্যাল কলেজে তাঁর প্লাজমা নেওয়া হয়েছে। The post মানবিক সিদ্ধান্ত, চিকিৎসার সাহায্যে প্লাজমা দান কলকাতার করোনাজয়ী পুলিশ অফিসারের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:26 AM Jul 03, 2020Updated: 10:55 PM Jul 03, 2020

দেশে আনলকের দ্বিতীয় পর্বেও বাড়ছে  করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত দেশে ৬ লক্ষ ২৫হাজার ৫৪৪জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৮ হাজার ২১৩জনের। পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৪৮৮ জন। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭১৭ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

Advertisement

রাত ১০.৪৬: চিকিৎসার স্বার্থে প্লাজমা দান কলকাতার করোনাজয়ী পুলিশ অফিসারের। শুক্রবার মেডিক্যাল কলেজে হাসপাতালের চিকিৎসকরা তাঁর প্লাজমা নেন। পুলিশ জানিয়েছে, ওই পুলিশ অফিসার মধ্য কলকাতার বউবাজার থানায় কর্মরত। মে মাসে তিনি করোনায় আক্রান্ত হন। সুস্থ হয়ে ফেরার পরই প্লাজমা দানের ইচ্ছেপ্রকাশ করেন। 

রাত ৯.৪০: চার ঘণ্টা পরও পৌঁছল না অ্যাম্বুল্যান্স। কর্ণাটকের হনুমান নগরে রাস্তায় পড়ে থেকেই মৃত্যু করোনা রোগীর। তদন্তের নির্দেশ স্থানীয় প্রশাসনের।

রাত ৮.২২: করোনা আক্রান্ত পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। টুইট করে জানালেন, বাড়ি থেকেই কাজ করবেন।

সন্ধে ৭.৪৩: রাজ্যে করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড। গত ২৪ ঘণ্টায় ৬৬৯ জনের শরীরে মিলল করোনার জীবাণু। আক্রান্তের সংখ্যা পেরল ২০ হাজার। ২৪ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ৭১৭। স্বাস্থ্যদপ্তরের নতুন তথ্য।

সন্ধে ৭.২৫: করোনার কাঁটা। এবছর ধর্মতলায় শহিদ সমাবেশ নয়। তৃণমূলের তরফে ২১ জুলাই পালিত হবে বুথে বুথে। আজ বৈঠকে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ৬ থেকে ১৩ তারিখ বিশেষ কর্মসূচি ঘোষণা।

সন্ধে ৬.৪০: COVID চিকিৎসায় নয়া নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দপ্তরের। কো-মরবিডিটিতে বিশেষ নজর দেওয়ার নির্দেশ। অন্য রোগ নিয়ে হাসপাতাল ভরতি হলে তাঁর চিকিৎসা করতে হবে, সে করোনা আক্রান্ত হলেও করোনার চিকিৎসা পরে হবে।বেসরকারি হাসপাতালে প্রতিনিধিদলের পরিদর্শনের পর এই নির্দেশিকা প্রকাশ। 

সন্ধে ৬: করোনা পরীক্ষায় বেসরকারি ল্যাবে RT-PCR যন্ত্রের দাম বেঁধে দিল ওড়িশা সরকার। যাবতীয় করসমেত সর্বাধিক ২২০০ টাকায় বিক্রি করা যাবে যন্ত্র। বিজ্ঞপ্তি জারি করে জানাল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। 

বিকেল ৫.৩০: চিনের সঙ্গে সংঘর্ষে গালওয়ান উপত্যকায় নিহত ভারতীয় সেনাদের সম্মানার্থে তাঁদের নামেই নামাঙ্কিত হবে সর্দার বল্লভভাই প্যাটেলের কোভিড হাসপাতালের একাধিক ওয়ার্ড।

বিকেল ৫.২০: করোনার থেকেও বড় সমস্যা ‘কমল নাথ’। বিজেপি সরকার এই পরিস্থিতির সঙ্গে সঠিকভাবে মোকাবিলা করেছে বলে মন্তব্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের।

বিকেল ৪.৫০: ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৩ হাজার ১১৪ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৪২ জন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১, ৯৬৮।

বিকেল ৪.১০: করোনা আবহে বাতিল ভারতের ওপেন গল্ফ টুর্নামেন্ট।

বিকেল ৪.০০:  করোনা আতঙ্ককে বুড়ো আঙুল দেখিয়ে শতাধিক পণ্যবাহী ট্রেন যাতায়াত করেছে ভারত-বাংলাদেশের মধ্যে। যা ইতিমধ্যেই রেকর্ড সৃষ্টি করেছে।

দুপুর ৩.৩০: করোনা আবহে ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক উড়ান পরিষেবায় নিষেধাজ্ঞা বাড়াল কেন্দ্র।

দুপুর ৩.২০: করোনায় আক্রান্ত হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। টুইট করে নিজেই জানালেন সেই খবর। 

দুপুর ২.৩০: শুক্রবার পাওয়া তথ্যে ভিত্তিতে পাকিস্তানে ১ লক্ষ ১৩ হাজার ৬২৩ জন করোনাকা হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

দুপুর ১.২০: মাস্ক নিয়ে আরও কড়া রাজ্য সরকার। রাস্তায় মাস্ক না পড়ে বেরোলে জরিমানার পাশাপাশি বাড়ি ফেরত পাঠানো হবে বলেও নির্দেশ স্বরাষ্ট্র সচিবের। এমনকি সশরীরে আদালতে গিয়ে অভিযুক্তকে ব্যাখ্যা করতে হবে মাস্ক না পরার কারণ।

বেলা ১২.২০: করোনা যুদ্ধে জয়ী হলেন শিলিগুড়ির পুরনিগমের মুখ্য প্রশাসক অশোক ভট্টাচার্য্য।

বেলা ১১.৩০: আমেরিকায় একদিনে করোনায় আক্রান্ত হলেন ৫৫ হাজার মানুষ।

বেলা ১১.২০: ২৪ ঘণ্টায় রাজস্থানে ১২৩ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের নমুনা।

বেলা ১১.০৫: করোনায় আক্রান্ত কুলতলির বিডিও। আমফানের ক্ষতিপূরণের ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল কুলতলি বিডিও অফিসে। সংক্রমণের আতঙ্ক এখন স্থানীয়দের মধ্যে। 

সকাল ১০.৫০: সংক্রমণের আবহে গোয়ায় খুলছে ২৫০ টি হোটেল। হোটেল মালিক ও পর্যটকদের জন্য নয়া গাইডলাইন প্রকাশ করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।

সকাল ১০.১৬: নাগাল্যান্ডে নতুন করে ৪ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান। 

সকাল ০৯.৩৫: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯০৩ জন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬ লক্ষ ২৫ হাজার ৫৪৪ জন। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৭৯ জন । ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ১৮, ২১৩।

সকাল ০৮.০০: ভারত বায়োটেকের পর করোনা রোধে আরেকটি ভ্যাকসিন ছাড়পত্র পেল হিউম্যান ট্রায়ালের। ‘জাইডাস ক্যাডিলার’ নামে ভারতীয় সংস্থার ভ্য়াকসিন মানবদেহে ট্রায়ালের ছাড়পত্র পেল।

The post মানবিক সিদ্ধান্ত, চিকিৎসার সাহায্যে প্লাজমা দান কলকাতার করোনাজয়ী পুলিশ অফিসারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement