সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা যুদ্ধে শামিল গোটা বিশ্ব। এ যুদ্ধ ঢাল, তরোয়ালের নয়। এ যুদ্ধ দূরে থেকে
একেবারে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের। মারণ ভাইরাসকে কাবু করতে গেলে ঘরবন্দি হয়ে থাকতেই হবে আমাদের।
তাতে জয় অবধারিত। তেমনই নিয়ম মেনে করোনা ভাইরাসকে হারিয়ে জয়ের মুকুট মাথায় পরলেন কেরলের এক যুবক।
তাঁর জয়ই দমবন্ধ পরিস্থিতিতে মনের জোর জোগাচ্ছে স্বাস্থ্যকর্মীদের। হাততালি দিয়ে ওই যোদ্ধাকে অভিনন্দন জানিয়েছেন তাঁরা।
কেরলের পর্যটন মন্ত্রী কাদাকমপল্লি সুরেন্দ্রন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওয় দেখা গিয়েছে,
মুখে মাস্ক পরে একজন যুবক হেঁটে যাচ্ছেন। মাস্ক পরে যথাযথ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রয়েছেন আরও বেশ কয়েকজন।
তাঁরা প্রত্যেকে হাততালি দিচ্ছেন। ওই যুবক দিব্যি হাসিমুখে হেঁটে বেরিয়ে গেলেন। পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে বোঝাই যায়,
যুবকটি হাসপাতালের করিডর দিয়ে হেঁটে বেরোলেন। কিন্তু কেন সকলে ওই যুবককে দেখে হাততালি দিচ্ছেন। মন্ত্রী ভিডিওর
ক্যাপশনে সেকথা লিখেছেন। তিনি জানান, করোনা যুদ্ধকে জয় করে উত্তর কেরলের কাসাগড় হাসপাতাল থেকে বাড়ি
ফিরছেন ওই যুবক। তাই তাঁকে অভিনন্দন জানাতেই হাততালি স্বাস্থ্যকর্মীদের।
[আরও পড়ুন: ‘তবলিঘি জামাতের সদস্যদের গুলি করে মারা উচিত’, দাবি রাজ ঠাকরের]
মন্ত্রীর শেয়ার করা মাত্র পঁয়ত্রিশ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হয়ে যায় নিমেষে। হু হু করে বাড়ছে ভিউয়ার সংখ্যা।
বইছে লাইক, কমেন্টের বন্যা। করোনা আতঙ্ক যখন গ্রাস করে রেখেছে গোটা বিশ্বকে, তখন যুবকের সুস্থতাই যেন সকলকে
অক্সিজেন জোগাচ্ছে। নেটিজেনদের অনেকেই আবেগাপ্লুত হয়ে বলছেন, “আমরা করব জয়।”
The post করোনা যুদ্ধে জয়, হাততালি দিয়ে সুস্থ যুবককে অভিনন্দন জানাল গোটা হাসপাতাল appeared first on Sangbad Pratidin.