shono
Advertisement

Breaking News

Malaika Arora

অল্প বয়সে বিয়ে নয়, 'আমার মতো ভুল কোরো না', কেন এমন সতর্কবাণী শোনালেন মালাইকা?

জীবনের কোন অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন মালাইকা?
Published By: Arani BhattacharyaPosted: 09:32 AM Dec 31, 2025Updated: 09:32 AM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মাত্র পঁচিশ বছর বয়সেই। হয়েছিলেন খান পরিবারের বধূ। কিন্তু সেই বিয়ে টেকেনি। দাম্পত্য-সম্পর্ক সবটা নিয়েই জীবন বেশ অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন করেছে মালাইকা অরোরাকে। আরবাজকে ভালোবেসে বিয়ে করেও সেই বিয়ে শেষ অবধি ভেঙে যায়। এবার জীবনের সেই অভিজ্ঞতা নিয়েই মুখ খুললেন মালাইকা।

Advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, "কম বয়সে বিয়ে করার মতো ভুল আর কিছু নেই। জীবনকে উপভোগ করো। হ্যাঁ, বিয়ের পরও জীবনে বিভিন্ন ভালো সময় আসবে। অনেক ভালো ঘটনা ঘটবে। যেমন আমি খুব তাড়াতাড়ি আমার সন্তানের মা হতে পেরেছি। এটা একটা ভালো দিক অবশ্যই। কিন্তু এর মানে এই নয় যে, বিয়েই জীবনের সবকিছু। জীবনতাকে উপভোগ করতে জানতে হবে। আমার মনে হয়, প্রতিটি মেয়ের উচিত একটি বয়স অবধি জীবনকে উপভোগ করা। নানা ঘটনার মধ্যে দিয়ে গিয়ে নিজেকে মানসিকভাবে তৈরি করা। নিজেকে আর্থিকভাবে শক্তিশালী করা যাতে কারও উপর জীবনে নির্ভরশীল হতে না হয়, এরপরই বিয়ে করা উচিত।"

মালাইকা আরও বলেন, "আমি অবশ্যই বিয়ের মতো একটা প্রতিষ্ঠানে বিশ্বাস করি। কিন্তু তার মানে এই নয় যে, আমার জন্যও বিয়েটা কার্যকর হবে। আমি মাত্র পঁচিশ বছর বয়সে বিয়ে করেছিলাম। সেই বিয়ে ভেঙে যায়। তারপর আমি একটা দীর্ঘ সম্পর্কেও ছিলাম। কিন্তু আমার জন্য বিয়ে বা সম্পর্ক কোনওটাই স্থায়ী হয়নি। কিন্তু আমি এর বিরোধীতা করছি না। যদি সত্যিই আমার জীবনে প্রেম সেভাবে ধরা দেয় বা আমি বিয়ে করার জন্য একজন সঠিক মানুষকে আমার জীবনে পাই নিশ্চয়ই আমি সেই পথে হাঁটব। উল্লেখ্য, ১৯৯০ সাল নাগাদ মালাইকা ও আরবাজের সম্পর্কের সূত্রপাত। দীর্ঘ আট বছর সম্পর্কের পর ১৯৯৮ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। রয়েছে তাদের এক সন্তান আরহান। দীর্ঘ দাম্পত্যজীবন কাটানোর পর ২০১৭ সালে প্তহ আলাদা হয় আরবাজ ও মালাইকার। পরবর্তীতে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। যদিও সেই সম্পর্ক স্থায়ী হয়নি। বর্তমানে হর্ষ মেহতার সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। অন্যদিকে ২০২৩ সালে সুরা খানের সঙ্গে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধেন আরবাজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মাত্র পঁচিশ বছর বয়সেই।
  • হয়েছিলেন খান পরিবারের বধূ। কিন্তু সেই বিয়ে টেকেনি।
  • এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, "কম বয়সে বিয়ে করার মতো ভুল আর কিছু নেই। জীবনকে উপভোগ করো।"
Advertisement