সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষবেলায় কামব্যাক। ম্যাগনাস কার্লসেন ফের বুঝিয়ে দিলেন কেন তিনি চ্যাম্পিয়ন! দোহায় ফিডে ব্লিটজ চেস চ্যাম্পিয়নশিপে একটা সময় মাথা গরম করে সমস্যায় পড়েছিলেন নরওয়ের দাবাড়ু। কিন্তু শেষবেলায় ঠিক কিস্তিমাত করে গেলেন তিনি। অন্যদিকে ভারতীয় দাবাড়ু অর্জুন ইরাইগিসিও ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন।
কার্লসেনের যাত্রাপথটা যদিও একেবারেই মসৃণ ছিল না। খেলায় হারজিত থাকেই। তবে হারলেই যেভাবে মেজাজ হারাচ্ছেন, তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এই প্রতিযোগিতাতেই অর্জুনের কাছে হেরে টেবিলে ঘুসি মেরেছিলেন তিনি। মঙ্গলবার ওপেন সুইস পর্বে এক নম্বর দাবাড়ুর ম্যাচ ছিল আর্মেনিয়ার হাইক কে মার্তিরোসাইনের সঙ্গে। ম্যাচের পরিস্থিতি কঠিন হয়ে উঠতেই আর মেজাজ ধরে রাখতে পারেননি কার্লসেন।
সময়ের চাপে তাড়াহুড়ো করতে গিয়ে বোর্ডের অনেক ঘুঁটি উলটে দেন। সময়ের মধ্যে সব গুছিয়ে আর নতুন করে চাল দিতে পারেননি। নিয়ম অনুযায়ী ওই ম্যাচে পরাজিত হতে হয়। সেটা ছিল ১৪ পর্বের ম্যাচ। সেখান থেকে টানা চারটে ম্যাচ জেতেন। ১৯তম পর্বে ড্র করে ওপেন ফাইনালে যান। সেমিতে ফাবিয়ানো কারুয়ানাকে হারান। ফাইনালে নোদিরবেক আবদুসাত্তোরোভকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হন। উল্লেখ্য, সম্প্রতি বিশ্ব র্যাপিড টাইটেলও জেতেন।
সেমিতে নোদিরবেক হারান অর্জুন ইরাইগিসিকে। ফলে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় দাবাড়ুকে। ২২ বছর বয়সি দাবাড়ু ব্লিটজের আগে র্যাপিড বিভাগেও ব্রোঞ্জ জিতেছিলেন। বিশ্বনাথন আনন্দের পর অর্জুন দ্বিতীয় ভারতীয় হিসেবে র্যাপিড ও ব্লিটজের ক্ষেত্রে পদক পেলেন। ২০১৭ সালে আনন্দ অবশ্য ব্লিটজে ব্রোঞ্জ পেলেও র্যাপিডে চ্যাম্পিয়ন হয়েছিলেন।
