shono
Advertisement

Breaking News

Coronavirus: দেশের দৈনিক সংক্রমণ নামল ৩১ হাজারে, চিন্তা বাড়াচ্ছে ‘ভুয়ো ভ্যাকসিন’

কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে ছেয়ে গিয়েছে ভুয়ো কোভিশিল্ড, বলছে WHO।
Posted: 09:46 AM Aug 22, 2021Updated: 09:46 AM Aug 22, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা ছিল ৪০ হাজারের নিচে। রবিবার সকালে তা আরও কমে নেমে এল ৩১ হাজারে। সেই সঙ্গে একলাফে অনেকটা কমল অ্যাকটিভ কেস। কমেছে দৈনিক মৃত্যুও।

Advertisement

রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ হাজার ৯৪৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে অনেকটাই কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার ২৩৪ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩৪ হাজার ৩৬৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪০৩ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে সামান্য বেশি।

[আরও পড়ুন: Bullet Train: দ্রুত দিল্লি থেকে অযোধ্যা পর্যন্ত চলবে বুলেট ট্রেন! স্বপ্ন দেখাচ্ছেন PM Modi]

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৮ হাজার ৪৮৭ জন। এই সংখ্যাটা দৈনিক আক্রান্তের থেকে অনেক বেশি। ফলে এক ধাক্কায় অনেকটা কমেছে অ্যাকটিভ কেস। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৫৩ হাজার ৩৯৮ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১৬ লক্ষ ৩৬ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৫৮ কোটি ১৪ লক্ষ মানুষ।

[আরও পড়ুন: Coronavirus: অতিমারীতে কর্মহীনদের ২০২২ পর্যন্ত PF-এর টাকা দেবে কেন্দ্র! জানালেন নির্মলা]

তবে এসবের মধ্যে সবচেয়ে বড় উদ্বেগের খবর দিয়েছে WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক রিপোর্ট বলছে, কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে নাকি ছেয়ে গিয়েছে ভুয়ো কোভিশিল্ডের ভায়াল। এই ভুয়ো টিকা মানুষের শরীরে গেলে মারাত্মক প্রভাব পড়তে পারে বলে কেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়েছে WHO। সেই চিঠির প্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কেন্দ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement