shono
Advertisement

দেশের দৈনিক করোনা আক্রান্ত হাজারের নিচেই, স্বস্তি সার্বিক পরিসংখ্যানে

সামান্য বেড়েছে মৃতের সংখ্যা।
Posted: 10:18 AM Nov 12, 2022Updated: 10:18 AM Nov 12, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনার দাপট এখন অনেকটাই স্তিমিত। এবার লক্ষ্য এই মারণ ভাইরাসকে পুরোপুরি নির্মূল করে ফেলা। সেই লক্ষ্যেই এগোচ্ছে ভারত। পরপর দু’দিন দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা হাজারেরও নিচে। মৃতের সংখ্যা থেকে শুরু করে অ্যাকটিভ কেস, সার্বিকভাবে সব পরিসংখ্যানই দেশের করোনা মুক্তির দিকেই ইঙ্গিত করছে।

Advertisement

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন। শুক্রবারও সংখ্যাটা কমবেশি একইরকম ছিল। এখনও পর্যন্ত দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৬৫ হাজার ৬৪৩ জন। সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ১২ হাজার ৫৫৩ জন। যা মোট আক্রান্তের মাত্র ০.৩ শতাংশ।

[আরও পড়ুন: ইউক্রেনের ভারতীয় পড়ুয়ারা পড়াশোনা শেষ করুক রাশিয়ায়, ‘বন্ধু’ ভারতকে প্রস্তাব মস্কোর]

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৮ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৫২৮ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। শুধু গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৪ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪১ লক্ষ ২২ হাজার ৫৬২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। অর্থাৎ সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে।

[আরও পড়ুন: মুক্তি পেয়ে গেল রাজীব হত্যায় দোষী নলিনী-সহ ৬, সাজা মকুব সুপ্রিম কোর্টের]

ইতিমধ্যে দেশে করোনা টিকার (Corona vaccine) ২১৯ কোটি ৭৯ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ১৬ হাজারের বেশি ডোজ পেয়েছেন দেশবাসী। তবে সম্প্রতি জনতার মধ্যে বুস্টার বা প্রিকশন ডোজ নেওয়ার আগ্রহ কমছে বলেও লক্ষ্য করেছে কেন্দ্র। এদিকে এদিন দেশে করোনা পরীক্ষার সংখ্যা খানিকটা বেড়ে হয়েছে ১ লক্ষ ৫৭ হাজার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement