shono
Advertisement
Udaipur Palace

রাজস্থানে রক্তপাত! পারিবারিক বিবাদে সংঘর্ষ উদয়পুর রাজপ্রাসাদে, ইটবৃষ্টিতে জখম ৩

সোমবার মেবারের ৭৭তম মহারানা হিসাবে অভিষিক্ত হন বিশ্বরাজ সিং।
Published By: Kishore GhoshPosted: 02:36 PM Nov 26, 2024Updated: 04:48 PM Nov 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজত্ব নেই তবু রাজায় রাজায় সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি উদয়পুর রাজপ্রাসাদে। সোমবার মেবারের ৭৭তম মহারানা হিসাবে অভিষিক্ত হন বিশ্বরাজ সিং মেবার, যিনি বিজেপি বিধায়কও বটে। সোমবার রাতে প্রাসাদে ঢুকতে গেলে তাঁকে বাধা দেন খুড়তুতো ভাই লক্ষ্যরাজ সিং মেবার। উত্তেজিত বচসার পরে শুরু হয় ইটবৃষ্টি। তাতে জখম হয়েছেন তিন জন।

Advertisement

সোমবার মেবারের মহারানা হিসাবে অভিষেকের পর পারিবারিক দেবতা ধুনি মাতা ও একলিঙ্গ শিবের মন্দিরে পুজো দিতে রাজপ্রাসাদে ঢুকতে চেয়েছিলেন বিশ্বরাজ সিং মেবার। তখনই সংঘাত তৈরি হয় উভয়পক্ষে। লক্ষ্যরাজ সিং মেবার জানান, প্রাসাদে প্রবেশাধিকার নেই বিশ্বরাজের। অভিযোগ, প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষার পরেও প্রাসাদে ঢুকতে দেওয়া হয়নি রাজপুত্রকে। উত্তেজিত আবহে দলে দলে বিশ্বরাজের সমর্থকরা হাজির হন প্রাসাদের বাইরে। রাত দশটা নাগাদ অশান্তি তুমুল আকার ধারণ করে। প্রাসাদ লক্ষ্য করে ইট ও পাথর বৃষ্টি শুরু করেন বিশ্বরাজের সমর্থকরা। পালটা পাথরবৃষ্টি শুরু হয় প্রাসাদের দিক থেকেও। শেষ ধুন্ধুমার পরিস্থিতি শামাল দিতে পুলিশ আসে ঘটনাস্থলে। পুলিশি হস্তক্ষেপে ঝামেলা মিটলেও ততক্ষণে দুপক্ষের তিন জন জখম হয়েছেন।

ঠিক বারো দিন আগে প্রয়াত হন মেবারের ৭৬তম রানা মহেন্দ্র সিং। সোমবার ঐতিহাসিক চিতোরগড় দুর্গে রাজ্যাভিষেক অনুষ্ঠান হয় পুত্র বিশ্বরাজ সিংয়ের। এর পর নিয়ম মতো আরাধ্য দেবতাদের আশীর্বাদ নিতে প্রাসাদে ঢুকতে চেয়েছিলেন বিশ্বরাজ। বিজেপি বিধায়কের সঙ্গে ছিলেন তাঁর সমর্থকরা। জানা গিয়েছে, দ্বন্দ্বের কারণ উদয়পুরের রাজপ্রাসাদের দখল রয়েছে বিশ্বরাজের কাকা শ্রীজি অরবিন্দ সিং মেবারের একটি সংস্থার হাতে। তারাই প্রাসাদের দেখাশোনা করে। নিরাপত্তার কথা বলে বিশ্বরাজ ও তাঁর সমর্থকদের প্রাসাদে ঢুকতে দেওয়া হয়নি। এর পরেই ধুন্ধুমার বেধে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঠিক বারো দিন আগে প্রয়াত হন মেবারের ৭৬তম রানা মহেন্দ্র সিং।
  • পুলিশি হস্তক্ষেপে ঝামেলা মিটলেও ততক্ষণে দুপক্ষের তিন জন জখম হয়েছেন।
Advertisement