করোনা কাঁটায় বিদ্ধ ভারত-সহ গোটা বিশ্ব। মারণ জীবাণুর দাপট অব্যাহত। চিন, ইটালিকে বিধ্বস্ত করে এবার আমেরিকাকে কোণঠাসা করেছে COVID-19। স্বস্তিতে নেই ভারতও। এদেশে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২৯০০ ছাড়িয়েছে। করোনার বলি এখনও পর্যন্ত ৬৮ (তিন বিদেশি-সহ ৭১)। এর মধ্যেই উদ্বেগ বাড়িয়েছে দিল্লির নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশের যোগদানকারী হাজার হাজার ব্যক্তি। দেশ, বিদেশ থেকে সেখানে যাওয়া মানুষজনকে চিহ্নিত করতে কার্যত হিমশিম দশা প্রশাসন, পুলিশ কর্তাদের। ইতিমধ্যেই তাঁদের বেশ কয়েকজনের শরীরে নোভেল করোনার জীবাণু মিলেছে। বাড়ছে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা। কোয়ারেন্টাইনে রাখা হয়েছে কয়েক হাজার জনকে। চিন্তা বাড়াচ্ছে মুম্বইয়ের ধারাভি বসতির সংক্রমণও। এমন পরিস্থিতিতেও অবশ্য দেশের বিভিন্ন প্রান্তে লকডাউন অমান্য করেই রাস্তায় ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। করোনা পরিস্থিতির সমস্ত আপডেট:
রাত ৯টা: বীরভূমের পাড়ুইয়ে স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার করা নিয়ে গ্রামবাসীদের আপত্তি। তার জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। গুলি-বোমাবাজির জেরে মৃত ১ জন। এলাকায় বিশাল পুলিশ বাহিনী।
সন্ধে ৬.৪০: মুম্বইয়ের ধারাভি বসতিতে আরও দুজন করোনা আক্রান্তের হদিশ মিলল। এলাকায় মোট সংক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫।
বিকেল ৫.৩০: আগামী ৮ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বদলীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে দলের সাংসদ পাঁচের অধিক সেই দলের সংসদীয় নেতার সঙ্গে ভিডি কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী।
বিকেল ৪.১০: শনিবার পর্যন্ত দেশে ৬০১টি পজিটিভ রিপোর্ট এসেছে। দেশে মৃতের সংখ্যা ৬৮। জানাল, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
বিকেল ৪.০৫: বাংলায় নতুন করে আক্রান্ত ১১। রাজ্যে এই মুহূর্তে করোনায় আক্রান্ত ৪৯। মৃত তিন। করোনা মোকাবিলায় রাজ্যে তৈরি সাতটি পরীক্ষা কেন্দ্র। পাঁচটি সরকারি ও দুটি বেসরকারি। ২৬২৬ জন রয়েছেন কোয়ারেন্টাইন সেন্টারে। এছাড়া বেলেঘাটা আইডির ২৪ জনের মধ্যে চারজনকে ছেড়ে দেওয়া হল এবং পাঁচজনও সুস্থতার পথে। জানালেন মুখ্যসচিব।
বেলা ৩.২৫: ভুয়ো খবর আর গুজব ছড়ালে সম্প্রদায় দেখা হবে না। কারণ করোনা কোনও সম্প্রদায় মানে না। রাজ্যবাসীকে কড়া ভাষায় সতর্ক করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
বেলা ৩.০১: ৬ এপ্রিল ভিডিও কনফারেন্সে মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বেলা ২.৪৭: রাজ্যের করোনা-যোদ্ধা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের থাকা ও খাবারের ব্যবস্থা করছে হরিয়ানা পর্যটন দপ্তর।
বেলা ২.১৬: গত ২৪ ঘণ্টায় বাংলায় নিয়ম ভাঙার অভিযোগে ৩৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানাল, রাজ্য পুলিশ।
বেলা ২.০৮: আপাতত কোনও রোগী ভেন্টিলেশনে নেই। ৯ লক্ষ পিপিই অর্ডার করেছিল রাজ্য। যার মধ্যে এক লক্ষ ইতিমধ্যেই হাতে পেয়েছে। জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা।
বেলা ২.০১: দিল্লির নিজামুদ্দিন থেকে ফেরা ৫১ বছরের এক করোনা আক্রান্তের মৃত্যু হল তামিলনাড়ুতে। এখবর নিশ্চিত করেছে সে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১১। যাঁদের মধ্যে ৩৬৪ জনই নিজামুদ্দিনের জমায়েতে হাজির ছিলেন।
বেলা ১.৩৮: অন্ধ্রপ্রদেশে দারিদ্রসীমার নিচে অবস্থিত এক কোটি ৩০ লক্ষ পরিবারের হাতে এক হাজার টাকা করে তুলে দিল সরকার। এককালীন ত্রাণ পেয়ে খানিকটা স্বস্তিতে গরিব পরিবারগুলি।
বেলা ১.২০: নেপালে ফের তিন আক্রান্তের খোঁজ মিলল। যাঁদের মধ্যে দু’জন সম্প্রতি ভারতে এসেছিলেন।
বেলা ১২.৪৭: মধ্যপ্রদেশে তিন করোনা আক্রান্তের মৃত্যুর খবর নিশ্চিত করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। যাঁদের মধ্যে দু’জন ইন্দোর ও একজন ছিন্দওয়াড়ার বাসিন্দা। সে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ১১।
বেলা ১২.২০: দিল্লির লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ ও জিবি পন্থ হাসপাতাল বদলে যাচ্ছে COVID-19 মেনেজমেন্ট সেন্টারে। থাকছে একসঙ্গে ২০০০ রোগীর চিকিৎসার ব্যবস্থা।
সকাল ১১.৪৯: মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, সে রাজ্যে নতুন করে ৪৭ জনের শরীরে মিলেছে করোনার জীবাণু। আক্রান্তের সংখ্যা ৫৩৭।
সকাল ১১.২১: দুই করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালের চিকিৎসক-নার্স-সহ ১০৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হল।
সকাল ১১.০৫: গুজরাটের আমেদাবাদে এক করোনা আক্রান্তের মৃত্যু। সে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দশ। জানান রাজ্য স্বাস্থ্য দপ্তর।
সকাল ১০.৫৬: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজেদের একদিনের বেতন অনুদান দিলেন এইমসের কর্মীরা।
সকাল ১০.৪০: মহারাষ্ট্রের অমরাবতীতে মৃত ৪৫ বছরের রোগী। তাঁর টেস্ট রিপোর্টে করোনা পজিটিভ এসেছে বলে জানান অমরাবতী জেলা কালেক্টর। এদিকে, এএনআই সূত্রে খবর, মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় মৃত এক করোনা আক্রান্ত।
সকাল ১০.২৫: করোনা পরিস্থিতি মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সকাল ১০.১৭: নিজামুদ্দিনের জমায়েতে শামিলদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল ওড়িশা সরকার। যাঁরা দিল্লির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অথবা লকডাউনেও নিজামুদ্দিনে ছিলেন, তাঁদের করোনা পরীক্ষা করানোর আবেদন জানালেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
সকাল ১০.০০: দেশে আক্রান্তের সংখ্যা ২৯০২। গত ১২ ঘণ্টায় আক্রান্ত ৩৫৫ জন। সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৮৩ জন। মৃত্যু ৬৮ জনের। জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
সকাল ৯.৩৫: শনিবার রাজস্থানের বিকানেরে মৃত্যু হল করোনায় আক্রান্ত ৬০ বছরের প্রৌঢ়ার। রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে এখবর নিশ্চিত করা হয়েছে। নতুন করে ২১ জন আক্রান্ত হয়েছেন। সে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৯১।
সকাল ৯.০৮: আগ্রায় নতুন করে ২৫ জনের শরীরে মিলেছে করোনার জীবাণু। এমনটাই জানালেন আগ্রার জেলাশাসক প্রভু এন সিং।
সকাল ৮.৫৩: মৃত্যুর নিরিখে বাকি বিশ্বকে পিছনে ফেলে দিল আমেরিকা। জন হপকিন্সের রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৮০ জনের।
সকাল ৮.৪৩: আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় বিমানের টিকিট বুকিং ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া।
সকাল ৮.৩১: কর্ণাটকে আরও এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে জানালেন বগলকোটের ডেপুটি কমিশনার।
[আরও পড়ুন: রক্তচাপ বাড়াচ্ছে নিজামুদ্দিনের সমাবেশ, গত ৪৮ ঘণ্টায় আক্রান্ত ৬৪৭ যোগদানকারী]
সকাল ৮.২০: করোনার জেরে এবার স্থগিত হল অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল বিশ্বকাপ। চলতি বছর নভেম্বরে ভারতে বসার কথা ছিল এই বিশ্বকাপের আসর।
সকাল ৮.০০: গোয়ায় আরও একজনের শরীরে মিলল করোনার জীবাণু। জানালেন গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে। সে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭।
The post করোনা পরিস্থিতি: কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে পাড়ুইয়ে সংঘর্ষ, গুলি-বোমায় মৃত ১ appeared first on Sangbad Pratidin.
