shono
Advertisement

তিনদিনে বাঘের হানায় মৃত ২, ভাইরাল ভিডিও, উত্তরাখণ্ডে জারি কারফিউ

বাড়ি থেকে মাত্র ১৫০ মিটার দূরে মেলে আধখাওয়া মৃতদেহ।
Posted: 08:58 AM Apr 18, 2023Updated: 08:58 AM Apr 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর তিনদিনে বাঘের (Tiger) হানায় প্রাণ হারিয়েছেন দু’জন। তাই সতর্ক থাকতে উত্তরাখণ্ডের (Uttarakhand) ২৫টি গ্রামে কারফিউ জারি করল স্থানীয় প্রশাসন। সেরাজ্যের পৌরি জেলার একাধিক জায়গায় বাঘটিকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। পরপর মৃত্যুর কারণে আশঙ্কা ছড়িয়েছে বিস্তীর্ণ এলাকায়। আপাতত মঙ্গলবার পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

রবিবার রণবীর সিং নেগি নামে এক বৃদ্ধের আধখাওয়া দেহ উদ্ধার করেন স্থানীয় ফরেস্ট রেঞ্জার। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, নিজের বাড়িতে একাই থাকতেন রণবীর। শনিবার থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। বারবার ফোন করা সত্ত্বেও উত্তর পাচ্ছিলেন পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজি শুরু হতেই তাঁর বাড়ির কাছে রক্তের দাগ দেখা যায়। বাড়ি থেকে মাত্র ১৫০ মিটার দূরেই বৃদ্ধের আধখাওয়া দেহ মেলে। এই ঘটনার তিনদিন আগেই গমের খেত থেকে উদ্ধার হয় আরও এক বৃদ্ধের মৃতদেহ।

[আরও পড়ুন: ‘এটা ভারত নয়, পাঞ্জাব’, মুখে তেরঙ্গা আঁকা তরুণীকে বাধা অমৃতসরের স্বর্ণমন্দিরে]

পরপর বাঘের হানার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন পৌরি জেলার বাসিন্দারা। স্থানীয় বিধায়ক দিলীপ সিং কুনওয়ার ইতিমধ্যেই এই বাঘটিকে ম্যানইটার হিসাবে ঘোষণা করার আরজি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির কাছে এই মর্মে চিঠিও লিখেছেন তিনি। আপাতত বাঘটিকে ধরতে ফাঁদ পাতা হয়েছে। সাধারণ মানুষ যেন জঙ্গলের আশেপাশে না যান, সেই বিষয়ে কড়া নির্দেশ জারি করা হয়েছে। কারফিউ জারি হয়েছে ২৫টি গ্রামে। ইতিমধ্যে বাঘের ঘোরাফেরার ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ সত্ত্বেও অভিষেককে নোটিস দিল CBI, মঙ্গলবার হাজিরার নির্দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement