shono
Advertisement

Breaking News

চুরির অভিযোগে দলিত যুবককে মার, মাথা মুড়িয়ে মুখে কালি, অভিযুক্ত BJP নেতা-সহ ৩

গ্রেপ্তার ২ অভিযুক্ত, পলাতক বিজেপি নেতা।
Posted: 01:55 PM Oct 23, 2022Updated: 02:38 PM Oct 23, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের যোগীরাজ্যে দলিত নির্যাতন (Dalit Assaulted)। প্রমাণ ছাড়াই চুরির অভিযোগে ওই দলিত যুবকের উপর চরম অত্যাচার চালায় এক বিজেপি নেতা (BJP Leader) ও তাঁর সঙ্গীরা। যুবককে লাইট পোস্টে বেঁধে মারধর করা হয়। তাঁর মাথা মুড়িয়ে মুখে কালি লেপে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার ভিডিও ভাইরাল হতে নড়েচড়ে বসে প্রশাসন। তদন্তে নেমে বিজেপি নেতার দুই সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিন জনের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। পলাতক বিজেপি নেতার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাহরাইচ জেলার। হরদি এলাকার বিজেপি নেতা রাধেশ্যাম মিশ্র ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে দলিত সম্প্রদায়ের রাজেশ কুমারের উপর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। রাধেশ্যাম দাবি করেন, হরদির একটি বাড়ি থেকে বছর তিরিশের অজয় শৌচালয় থেকে ‘টয়লেট সিট’ চুরি করেছে। এই অভিযোগে লাইট পোস্টে বেঁধে মারধর করা হয় অজয়কে। এরপর যুবকের মাথা কামিয়ে মুখে কালি লেপে দেওয়া হয়।

[আরও পড়ুন: আইন ভেঙে বিদেশি অনুদান! রাজীব গান্ধী ফাউন্ডেশনের বিরুদ্ধে বড় পদক্ষেপ কেন্দ্রের]

এই ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video) হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভিডিওতে দেখা গিয়েছে, যুবকের মাথা কামিয়ে দেওয়া হচ্ছে। সেইসঙ্গে চলছে মারধর। বিজেপি নেতা রাধেশ্যাম মিশ্র ও তাঁর সঙ্গীরা যখন এই কাজ করছে তখন ঘটনার মজা নিচ্ছে উপস্থিত ভিড়। দলিত যুবক পুলিশের কাছে অভিযোগ করেছেন, বিজেপি নেতা ও অন্যরা তাঁর জাত তুলে গালমন্দ করেন।

[আরও পড়ুন: ‘হিন্দুরা কখনও ধর্ষণ করে না’, গ্রামে ফিরেই সদর্প ঘোষণা বিলকিস কাণ্ডে সাজাপ্রাপ্তর]

স্থানীয় থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বিজেপি নেতার সঙ্গী দুই অভিযুক্তকে। তবে নেতা রাধেশ্যাম বাড়ি ছেড়ে পালিয়েছেন। তাকে ধরতে তল্লাশি চালানো হচ্ছে। এক পুলিশকর্তা বলেন, দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তৃতীয় অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। যদি দলিত যুবকের বিরুদ্ধে চুরি অভিযোগ থাকে, তবে পুলিশের কাছে আশা উচিত ছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement