shono
Advertisement
Gwalior

'তোকেই খুন করতাম...', বাড়ির অমতে বিয়ে করেছে মেয়ে, অপমানে 'আত্মঘাতী' বাবা

মৃতদেহের পাশ থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 02:33 PM Apr 13, 2025Updated: 06:10 PM Apr 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির অমতে প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছে মেয়ে। পরিবার ও নিজের অসম্মান হয়েছে বলে মনে করে আত্মঘাতী হলেন বাবা। সুইসাইড নোটে লিখলেন, 'তোদের দু'জনকেই খুন করতে পারতাম কিন্তু, বাবা তো কী করে এমন কাজ করব। নিজেকেই শেষ করে দিলাম।' ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিওরে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ঋষিরাজ জসওয়াল। তিনি ওষুধ ব্যবসায়ী। নিজে গুলি চালিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

কেন আত্মঘাতী হলেন ব্যবসায়ী? পরিবার ও দেহের পাশ থেকে উদ্ধার সুইসাইড নোট থেকে জানা গিয়েছে, কয়েকদিন আগে মৃতের মেয়ে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেন যা মানেনি তাঁর বাবা। ঋষিরাজ আপত্তি জানালেও মেয়ের জেদের কাছে হার মানেন। বৃহস্পতিবার রাতে তাঁর ঘর থেকে গুলির শব্দ শুনে ছুটে আসে পরিবার। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উদ্ধার হওয়া সুইসাইড নোট থেকে জানা গিয়েছে। সেখানে তিনি মেয়ের নাম উল্লেখ করে লিখেছেন, 'তুই ঠিক কাজ করলি না। আমি তোদের দু'জনকে চাইলেই মারতে পারতাম। কিন্তু আমি তো বাবা। নিজেকেই শেষ করার সিদ্ধান্ত নিলাম।' পুলিশ দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। ব্যবসায়ী বন্দুক কোথায় পেলেন? আত্মঘাতী হয়েছেন না কি, পিছনে অন্য কারণ আছে তা জানতে তদন্তে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাড়ির অমতে প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছে মেয়ে।
  • রিবার ও নিজের অসম্মান হয়েছে বলে মনে করে আত্মঘাতী হলেন বাবা।
  • সুইসাইড নোটে লিখলেন, তোদের দু'জনকেই খুন করতে পারতাম কিন্তু, বাবা তো কী করে এমন কাজ করব। নিজেকেই শেষ করে দিলাম।
Advertisement