shono
Advertisement
Delhi Assembly polls

দিল্লি বিধানসভা ভোটের দিন ঘোষণা, ইভিএম বিতর্কের জবাবও দিল কমিশন

দিন ঘোষণার আগে থেকেই অবশ্য নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজধানীতে। প্রথম তালিকায় ৭০ আসনের মধ্যে ২৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। অন্যদিকে, লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করলেও বিধানসভায় একলা চলো নীতি নিয়েছে আপ।
Published By: Anwesha AdhikaryPosted: 02:45 PM Jan 07, 2025Updated: 03:00 PM Jan 07, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কমিশনের তরফে জানানো হয়, আগামী ৫ ফেব্রুয়ারি ভোট হবে রাজধানীতে। একদফায় ভোট হবে দিল্লিতে। নির্বাচনের তিনদিন পর অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ভোটগণনা। মামলা বিচারাধীন থাকার কারণে বসিরহাটে এখনই উপনির্বাচন হবে না বলেও জানিয়েছে কমিশন। 

Advertisement

দিন ঘোষণার আগে থেকেই অবশ্য নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজধানীতে। প্রথম তালিকায় ৭০ আসনের মধ্যে ২৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। অন্যদিকে, লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করলেও বিধানসভায় একলা চলো নীতি নিয়েছে আপ। সমস্ত আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। মঙ্গলবার কমিশন জানিয়েছে, আগামী ১০ জানুয়ারি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ জানুয়ারি। পরের দিন স্ক্রুটিনি। ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। সেই সঙ্গে ইভিএম নিয়ে ওঠা যাবতীয় বিতর্কেরও জবাব দিয়েছে কমিশন। বলা হয়, ৪২ বার আদালত ভরসা রেখেছে ইভিএমের প্রতি। বিকেলের পর ভোটারসংখ্যা হঠাৎ করে বেড়ে যাওয়ার অভিযোগও উড়িয়ে দিয়েছে কমিশন। 

বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মুখ হবেন অরবিন্দ কেজরিওয়াল, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আপের তরফে। নয়াদিল্লি কেন্দ্র থেকে লড়বেন কেজরি। মুখ্যমন্ত্রী অতিশী লড়বেন কালকাজি কেন্দ্র থেকে। জেলমুক্ত মণীশ সিসোদিয়াও জংপুরা কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন। খানিকটা দেরিতে প্রার্থী তালিকা ঘোষণা করলেও চমকের অভাব নেই বিজেপির তালিকায়। দিল্লির শাসকদল আম আদমি পার্টির দুই প্রধান মুখ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং মুখ্যমন্ত্রী অতিশীর বিরুদ্ধে দলের দুই প্রথম সারির নেতাকে প্রার্থী করছে বিজেপি। একজন দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি প্রবেশ বর্মা, আর এক জন প্রাক্তন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। 

বর্তমান এবং প্রাক্তন- দিল্লির দুই মুখ্যমন্ত্রীই পড়বেন ত্রিমুখী লড়াইয়ের মধ্যে। নয়াদিল্লি কেন্দ্র থেকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে লড়বেন প্রবেশ। ওই কেন্দ্রেই কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতকে। একই পরিস্থিতি মুখ্যমন্ত্রী অতিশীর। তাঁর বিরুদ্ধে কালকাজি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে হেভিওয়েট নেত্রী অলকা লম্বাকে। ওই কেন্দ্রেই বিজেপি আবার প্রার্থী করেছে সংসদে ঘৃণাভাষণ দেওয়ার অভিযোগে দুষ্ট রমেশ বিধুরিকে। শেষ হাসি কার মুখে, জানা যাবে ৮ ফেব্রুয়ারি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী ১০ জানুয়ারি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ জানুয়ারি।
  • বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মুখ হবেন অরবিন্দ কেজরিওয়াল, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আপের তরফে। নয়াদিল্লি কেন্দ্র থেকে লড়বেন কেজরি।
  • বর্তমান এবং প্রাক্তন- দিল্লির দুই মুখ্যমন্ত্রীই পড়বেন ত্রিমুখী লড়াইয়ের মধ্যে।
Advertisement