shono
Advertisement

সমন ‘বেআইনি’, ইডি দপ্তরে হাজিরা এড়াচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

হাজিরা এড়িয়ে মধ্যপ্রদেশে ভোটপ্রচারে যাবেন দিল্লির মুখ্যমন্ত্রী।
Posted: 10:27 AM Nov 02, 2023Updated: 10:27 AM Nov 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ পর্যন্ত ইডি দপ্তরে হাজিরা দিচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু সেই সমনে সাড়া না দিয়ে মধ্যপ্রদেশে ভোটপ্রচারে যাবেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Advertisement

আপ বলছে, কেজরিওয়ালকে যে সমন ইডির তরফে পাঠানো হয়েছে সেটা বেআইনি। সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসা থেকে পাঠানো। আর এই বেআইনি তলবে সাড়া দেবেন না দিল্লির মুখ্যমন্ত্রী। আপ জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যপ্রদেশে পূর্বনির্ধারিত কর্মসূচি আছে কেজরিওয়ালের। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে যৌথ রোড শো করার কথা তাঁর। সেখানেই যোগ দেবেন তিনি।

[আরও পড়ুন: এবার শুভেন্দুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ কাকলির, ১০০ কোটির মানহানি মামলার হুঁশিয়ারি]

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংহকে আগেই গ্রেপ্তার করেছে ইডি। এদিন সকালেই দিল্লির আরেক মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। আপের অন্দরে আশঙ্কা ছিল, বৃহস্পতিবার হাজিরা দিলে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হবে। এই মামলাতেই গ্রেপ্তার হওয়া দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গত সোমবার জামিন দেয়নি সুপ্রিম কোর্ট। তার পরেই কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে আপের অন্দরে চোরাস্রোত বইছে। এই গ্রেপ্তারির আশঙ্কার কথা মঙ্গলবারই প্রকাশ করেছিলেন দলের নেত্রী অতিশী মারলেনা। আর এক আপ নেতা রাঘব চাড্ডারও আশঙ্কা, কেজরিকে গ্রেপ্তার করার ‘ছক’ করছে বিজেপি। তিনি বলছেন, নেতাদের উপর প্রতিহিংসার রাজনীতি চালিয়ে যাচ্ছে বিজেপি। আম আদমি পার্টি (আপ) ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ শরিক। সে জন্যই এই দলের প্রধান কেজরিওয়ালের দিকে প্রতিহিংসার রাজনীতি চালিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা।

[আরও পড়ুন: ‘এক রাতেই সব পালটে যায়…’, সুশান্তের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা]

উল্লেখ্য, গত বছর আগস্টে দায়ের হওয়া আবগারি মামলার প্রথম এফআইআরে দিল্লির মুখ‌্যমন্ত্রীর নাম না থাকলেও চার্জশিটে কেজরির নাম রয়েছে। গত ১৬ এপ্রিল কেজরিওয়ালকে প্রায় সাড়ে নয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পরে এই মামলায় বেআইনি আর্থিক লেনদেনের খোঁজ পেতে সমান্তরাল তদন্ত শুরু করে ইডি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার