বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: বিজেপি শাসিত রাজ্যের তালিকায় প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লিতে শপথ নিয়েছেন রেখা গুপ্ত (Rekha Gupta)। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তিনিই বর্তমানে দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী। পদে বসার পরই রেখাকে কেন্দ্র করে শুরু হল বিতর্ক। কখনও গালাগাল তো কখনও কুকথা, রেখার অতীতের নানা কালো অধ্যায় উঠে আসতে শুরু করেছে সোশাল মিডিয়ায়।
রেখা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই তাঁর পুরনো পোস্ট ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ এবং কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাতে সরব হয়েছেন। যেখানে দেখা যাচ্ছে, রেখা গুপ্তা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে রাবণ এবং সুর্পণখা বলে সম্বোধন করছেন। এদিকে দিল্লির মন্ত্রীকে 'গালাগালি' দেওয়ারও অভিযোগ রয়েছে রেখার বিরুদ্ধে। সাগরিকা 'এক্স' হ্যান্ডলে লেখেন, 'দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার (CM Rekha Gupta) গালিগালাজ ভরা ভাষা প্রয়োগের ইতিহাস এবং গুন্ডামি প্রকাশ্যে এসেছে সাম্প্রতিক কিছু রিপোর্টে। তা খুবই বিচলিত করে দেওয়ার মতো। যেখানে দিল্লিতে একসময় মুখ্যমন্ত্রী থেকেছেন অমায়িক এবং কর্মঠ শীলা দিক্ষীত এবং স্পষ্টবাদী সুষমা স্বরাজের মতো নেত্রীরা। সেখানে এই নতুন বিজেপিতে খারাপ ব্যবহার করার বিষয়টিকে স্বাভাবিক চোখে দেখা হয়।' পাশাপাশি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় বন্ধ করার পক্ষেও সওয়াল করেছিলেন রেখা। অতীতের সেই সব কালো অধ্যায় এখন নতুন করে চর্চায় উঠে এসেছে।
এদিকে মুখ্যমন্ত্রী পদে শপথের আগেই বৃহস্পতিবার রেখাকে প্রশ্ন করা হয়, আপনি কি মুখ্যমন্ত্রীর বাসভবন বহু বিতর্কিত শিশমহলে থাকবেন? রামলীলা ময়দানে শপথ নিতে যাওয়ার সময় প্রশ্নের জবাবে সাত তাড়াতাড়ি জবাব দিয়ে রেখা জানিয়ে দেন, 'নহি নহি।' তিনি বলেন, "যারা দুর্নীতি করেছে, তাদের প্রতিটি পয়সার হিসাব চোকাতে হবে।" বৃহস্পতিবার রেখা গুপ্তার (CM Rekha Gupta) সঙ্গে মোট ছয়জন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। তাঁদের মধ্যে অন্যতম মুখ হলেন, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং বর্মার ছেলে প্রবেশ বর্মা, কপিল মিশ্র। এছাড়াও মনজিন্দর সিং সিরসা, আশিস সুদ, পঙ্কজকুমার সিং এবং রবীন্দ্র ইন্দরাজ সিং। রাতে মন্ত্রিসভার বৈঠক হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা সহ বিজেপির তাবড় নেতা ও মুখ্যমন্ত্রীরা। এনডিএ-র শরিক দলের মুখ্যমন্ত্রী, যেমন এন চন্দ্রবাবু নায়ডু, পবন কল্যাণ, একনাথ শিণ্ডেরাও ছিলেন শপথ অনুষ্ঠানে।
উল্লেখ্য, রেখাকে দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসানোর পিছনে অন্য অঙ্ক দেখছে রাজনৈতিক মহল। দিল্লিতে পাঞ্জাবীরা সংখ্যাগরিষ্ঠ। তাঁর শিরাতেও পাঞ্জাবী রক্ত বইছে। সেইসঙ্গে রেখা বানিয়া সম্প্রদায়ের প্রতিনিধি। চলতি বছরের শেষে পাঞ্জাবের ভোট। ভোট বিভাজনের রাজনীতি করতেই রেখাকে মুখ্যমন্ত্রী করা হল বলে মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি নারী বিরোধী বলে বিজেপির বিরুদ্ধে বার বার যে অভিযোগ তোলে বিরোধী শিবির, রেখা অঙ্কে তাঁদের মুখ বন্ধ করা যাবে বলেও মনে করা হচ্ছে।
