shono
Advertisement

২০০০ টাকার নোট বদলির জন্য লাগবে পরিচয়পত্র? মামলার রায় স্থগিত দিল্লি হাই কোর্টে

নোট বদলে কখন গ্রাহকের প্যান কার্ড চাইবে ব্যাংক?
Posted: 02:32 PM May 23, 2023Updated: 05:15 PM May 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার থেকে দেশ জুড়ে বিভিন্ন ব্যাংকে ২,০০০ টাকার নোট বদল করার প্রক্রিয়া শুরু হয়েছে। নোট বদল করতে লাগছে না প্যান বা আধারের মতো পরিচয়পত্র। একাধিক ব্যাংকগুলির এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে (Delhi High Court) দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। ওই মামলার শুনানি হলেও রায় ঘোষণা স্থগিত রাখল আদালত।

Advertisement

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ঘোষণা মতো ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নোট বদলের প্রক্রিয়া। এর জন্য কোনও রকম পরিচয়পত্র লাগবে। এমনকী ব্যাংকের কোনও ফর্মপূরণ করতে হবে না নোট জমা দিতে ইচ্ছুকদের। একথা স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মতো একাধিক প্রতিষ্ঠান জানিয়ে দিয়েছে। আরবিআইয়ের দাবি, গোটা প্রক্রিয়া যাতে সহজ ভাবে এবং দ্রুত সম্পন্ন হয়, তার জন্যই পরিচয়পত্র ছাড়াই নোট বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বিরুদ্ধেই মামলা হয়েছে দিল্লি হাই কোর্টে।

[আরও পড়ুন: কর্ণাটকের ছায়া মধ্যপ্রদেশে, গেরুয়া শিবির ছেড়ে কংগ্রেসে যোগের ঢল]

২০০০ টাকার একটা নোট বদল করতেও যাতে পরিচয়পত্র চাওয়া হয় ব্যাংকের তরফে, এমন আবেদন জানিয়ে দিল্লি হাই কোর্টে মামলা করেছেন বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়। ইতিমধ্যে এসবিআই জানিয়েছে, ২০০০ টাকার ১০টি নোট অর্থাৎ ২০,০০০ টাকা পর্যন্ত বদল করা যাবে পরিচয়পত্র ছাড়াই। এখানেই আপত্তি। অশ্বিনীর দাবি, পরচয়পত্র ছাড়া নোট বদলের সিদ্ধান্ত স্বেচ্ছাচারী এবং অযৌক্তিক। এমনকী তা ভারতীয় সংবিধানের ১৪ নং অনুচ্ছেদকে লঙ্ঘন করছে।

আদালতে নিজের আবেদনে অশ্বিনী উপাধ্যায় উল্লেখ করেছেন, এমনভাবে নোট বদল হওয়া উচিত, যাতে করে কালো টাকা এবং অসামঞ্জস্যপূর্ণ সম্পদ চিহ্নিত করা যায়। পরিচয়পত্র ছাড়া যা সম্ভব নয় কখনই। তিনি আরও দাবি করেছেন, অধিকাংশ মূদ্রা হয় ব্যক্তিগত সিন্দুকে রয়েছে, নতুবা বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসবাদী, মাওবাদী, মাদক চোরাচালানকারী, খনি মাফিয়াদের মতো দুর্নীতিবাজদের কাছে মজুত রয়েছে”। অতএব, পরিচয়পত্র ছাড়া নোট বদল অবিলম্বে প্রত্যাহার করা উচিত। এদিন জনস্বার্থ মামলার শুনানি হলেও রায় ঘোষণা স্থগিত রেখেছে দিল্লি হাই কোর্ট।

[আরও পড়ুন: নতুন সংসদের উদ্বোধনে আমন্ত্রণ পাননি রাষ্ট্রপতি, বিজেপিকে বিঁধে বয়কটের পথে বিরোধীরা]

উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, নোট বদলের জন্য কোনও অতিরিক্ত প্রক্রিয়ার প্রয়োজন নেই। তবে আয়কর আইন অনুযায়ী ৫০,০০০ টাকার বেশি নগদ জমা করতে হলে টাকা প্যান কার্ড দেখাতে হবে। এ ক্ষেত্রে আগের নিয়মই প্রযোজ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement