shono
Advertisement
Sharjeel Imam

'অসমকে বিচ্ছিন্ন করে দাও...' শারজিলের জামিন আর্জি খারিজ করতে আদালতে ভিডিও দেখাল পুলিশ

UAPA ধারায় গ্রেপ্তার হন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শারজিল ইমামকে।
Published By: Biswadip DeyPosted: 09:30 PM Nov 20, 2025Updated: 09:30 PM Nov 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২০ সালে দিল্লিতে অশান্তিতে অভিযুক্ত শারজিল ইমামের জামিনের আবেদনের বিরোধিতা করে বৃহস্পতিবার দিল্লি পুলিশ আশ্রয় নিয়েছে ভিডিওর। দাবি করেছে, ২০২০ সালের দিল্লি দাঙ্গা রীতিমতো সুচিন্তিত ভাবে বাঁধানো হয়েছিল। আর তার নেপথ্যে ছিল আন্দোলনকারীদের শারজিলের দেওয়া উসকানি। আর এই দাবির সপক্ষে কয়েকটি ভিডিও-ও চালানো হয়েছে আদালতে।

Advertisement

এর মধ্যেই একটি ভিডিও ২০২০ সালের ১৬ জানুয়ারির। সেখানে জেএনএইউ-র প্রাক্তনী শারজিলকে বলতে শোনা যাচ্ছে, ''আমরা যদি পাঁচ লক্ষ মানুষকে জড়ো করতে পারি তাহলে ভারতকে তার উত্তর-পূর্ব থেকে আলাদা করে দেওয়া সম্ভব। স্থায়ী ভাবে না হলেও অন্তত এক মাসের জন্য।'' আরেকটি ভিডিওয় দেখা যাচ্ছে শারজিল বলছেন, ''রেললাইনে এত বেশি ময়লা ফেলতে হবে যাতে তা পরিষ্কার করতে করতে এক মাস লেগে যাবে। বিমানপথে যেতে হবে। অসমকে বিচ্ছিন্ন করে দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়বে। ওখান থেকে সব সরবরাহ বন্ধ করে দাও। আমরা এটা করতেই পারি, কেননা চিকেন নেক মুসলমানদেরই।''

আরও একটি ভিডিও পেশ করা হয়েছে, যেখানে শারজিল বলছেন, ''এটা পরিষ্কার হামলা মুসলমানদের উপরেই হচ্ছে। আমরা জানি আদালত বাবরি নিয়ে কী বলেছে, কাশ্মীর নিয়ে কী বলেছে। বিষয়টা গুরুতর। ওরা মুসলিম পুরুষকে জেলে পাঠাতে আইন বানিয়েছে। আপনাদের জমি অন্যদের দান করেছেন।''

বছর পাঁচেক আগে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দিল্লিতে যে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছিল, তাতে ইন্ধন দেওয়ার অভিযোগে দেশদ্রোহের মামলা বা UAPA ধারায় গ্রেপ্তার করা হয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ‘মেধাবী’ ছাত্র শারজিল ইমামকে। বারবারই তাঁর জামিন খারিজ হয়ে গিয়েছে। এবার নতুন করে ফের জামিনের আর্জি জানানোর পরই তীব্রভাবে এর বিরোধিতা করে দিল্লি পুলিশ ভিডিওগুলি চালিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২০ সালে দিল্লিতে অশান্তিতে অভিযুক্ত শারজিল ইমামের জামিনের আবেদনের বিরোধিতা করে বৃহস্পতিবার দিল্লি পুলিশ আশ্রয় নিয়েছে ভিডিওর। দাবি করেছে, ২০২০ সালের দিল্লি দাঙ্গা রীতিমতো সুচিন্তিত ভাবে বাঁধানো হয়েছিল।
  • আর তার নেপথ্যে ছিল আন্দোলনকারীদের শারজিলের দেওয়া উসকানি।
  • আর এই দাবির সপক্ষে কয়েকটি ভিডিও-ও চালানো হয়েছে আদালতে।
Advertisement