সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসান হাসপাতাল (Desun Hospital) সম্প্রতি সিকিম আর্মড পুলিশ (এসএপি) সদর দপ্তরে একটি বিশেষ মেডিক্যাল ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতা সেশনের আয়োজন করে। এই উদ্যোগের মাধ্যমে সিকিম সরকারের বিশ্বস্ত স্বাস্থ্যসেবা সহযোগী হিসেবে ডিসান হাসপাতাল নজির গড়ল।
শিবিরে তিনজন বরিষ্ঠ কনসালট্যান্ট উপস্থিত ছিলেন। কার্ডিওলজি বিশেষজ্ঞ ড. কৈলাস কুমার গোয়েল, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ড. সঙ্কল্প কুমার এবং জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ ড. কল্যাণ কুমার দাস তাঁদের নিজ নিজ বিভাগে পরামর্শ দেন। তাঁরা ফ্রন্টলাইন কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জীবনযাত্রা ও স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এই উদ্যোগের মাধ্যমে ডিসান হাসপাতাল (Desun Hospital) সিকিমের এই সাহসী রক্ষকদের জন্য উন্নত চিকিৎসা, প্রতিরোধমূলক সচেতনতা এবং বিশেষ পরিষেবা সহজলভ্য করেছে। ক্যাম্পে সিকিম আর্মড পুলিশের কমান্ড্যান্ট নরবু শেরিং শেরপা উপস্থিত ছিলেন। ডিসান হাসপাতালের অ্যাসোসিয়েট ডিরেক্টর অরিন্দম সামন্তও সেখানে ছিলেন।
যাঁরা আমাদের জাতিকে রক্ষা করেন, তাঁদের পাশে দাঁড়াতে পেরে ডিসান হাসপাতাল গর্বিত বলে জানিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ মনে করে, এটি তাঁদের প্রতি সামান্য কর্তব্য।
