সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ জয়ের পর কেটে গিয়েছে একমাসের বেশি সময়। সব ঠিক থাকলে ২৩ নভেম্বর পলাশ মুছলের সঙ্গে বিয়ে সম্পন্ন হয়ে যেত স্মৃতি মন্ধানার। কিন্তু বিধি বাম! আচমকাই স্থগিত হয়ে যায় বিশ্বজয়ীর বিয়ে। বলা হচ্ছে, পলাশের 'চিটিং'য়ের জন্য বিয়ে ভেঙেও যেতে পারে। এর মধ্যে সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এলেন স্মৃতি মন্ধানা। যেখানে ভক্তরা লক্ষ্য করেছেন, স্মৃতির হাতে বাগদানের আংটি নেই।
ইনস্টগ্রামের ওই পোস্টে কী নিয়ে কথা বলেছেন স্মৃতি? না, বিয়ে নিয়ে নয়। সেখানে তিনি কথা বলেন বিশ্বকাপ জেতা নিয়ে। একটি দাঁতের মাজন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে কথা বলেন তিনি। ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক বলেন, "বিশ্বকাপের সময় যতবার মন ভেঙেছে, ততবার মনে হয়েছে, কবে সেই দিনটা আসবে। যখন সেই দিনটা এল, তখন নিজেকে শিশুর মতো মনে হয়। ম্যাচ চলাকালীন শুধু ঈশ্বরকে ডেকেছি।"
তবে ভক্তরা খেয়াল করেছেন, তাঁর হাতে বাগদানের আংটি নেই। যেটা পলাশ মুছল বিশ্বজয়ের মাঠ ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে স্মৃতিকে পরিয়েছিলেন। যদিও নেটিজেনদের একাংশের পালটা বক্তব্য, এই ভিডিওটি সম্ভবত পলাশের প্রোপোজালের আগে শুট করা। হাতে মেহেন্দিও নেই। বিয়ে সংক্রান্ত যাবতীয় বিতর্কের জন্য ভিডিওটি দেরিতে পোস্ট করা হয়েছে। আবার অনেকে বলছেন, স্মৃতির চোখেমুখে বিষাদ রয়েছে। তবে বিয়ে নিয়ে স্মৃতি কোনও বক্তব্য রাখেননি।
বিয়ে স্থগিত হওয়ার পর থেকে স্মৃতিকে দেখা যায়নি। তবে সম্প্রতি দেখা গিয়েছে পলাশকে। এর মধ্যে আবার ইনস্টাগ্রামের বায়ো বদলেছেন স্মৃতি ও পলাশ। দু’জনের বায়োতেই এখন ‘ইভিল আই’ ইমোজি। দু'জনের বিয়ের ভবিষ্যৎ কী? সেই বিষয়ে নীরবতা এখনও অব্যাহত।
