shono
Advertisement

কাউকে কালো টাকা সরাতে দিইনি, তাই আমি নিশানায়: মোদি

সাধারণ মানুষের সঙ্গে সেনাবাহিনীর তুলনা টেনে ভূয়সী প্রসংসা প্রধানমন্ত্রীর৷ The post কাউকে কালো টাকা সরাতে দিইনি, তাই আমি নিশানায়: মোদি appeared first on Sangbad Pratidin.
Posted: 04:35 PM Nov 25, 2016Updated: 11:05 AM Nov 25, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণ মানুষ কালো টাকার বিরুদ্ধে সেনার মতো লড়ছেন৷ নোট বাতিলের বিরোধীতা তাঁরাই করছেন যাঁরা নিজেদের কালো টাকা লুকিয়ে বা সরিয়ে ফেলতে পারেননি৷ শুক্রবার এই ভাষাতেই বিরোধীদের কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন পার্লামেন্ট হাউসে জাতীয় সংবিধান দিবস অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে একথা বলেন মোদি৷

Advertisement

তিনি বলেন, “প্রতিটি মানুষের অধিকার রয়েছে নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করার৷ কেউ আপনার টাকা কেড়ে নিচ্ছে না৷ মোবাইল মারফত আপনি টাকা-পয়সা লেনদেন করতেই পারেন৷” এরপরেই বিরোধীদের নিশানা করে মোদি বলেন, “কেউ কেউ নোট বাতিল হওয়ায় খুব রেগে গিয়েছেন৷ বলছেন, সরকার নাকি কোনও প্রস্তুতি ছাড়াই বড় নোট বাতিল করছে৷ তাঁদের অসুবিধা হচ্ছে, কারণ আমি তাঁদের কালো টাকা লুকানোর কোনও সুযোগ দিইনি৷ তাঁদের যদি মাত্র ৭২ ঘন্টাও সময় দিতাম কালো টাকা সরিয়ে ফেলার জন্য, তাহলে তাঁরাই বলতেন, দেখো মোদি কী দুর্দান্ত কাজ করেছে!” নোট বাতিল করে কালো টাকার মালিকদের বিব্রত করেছে কেন্দ্র, সরকারের ঘরে রাজস্ব আসছে আগের চেয়ে কয়েকগুণ বেশি, দাবি প্রধানমন্ত্রীর৷

#WATCH: PM on demonetisation: Those criticising don’t have problem with Govt’s unpreparedness but that Govt didn’t give them time to prepare pic.twitter.com/mvgdsKu1O9

— ANI (@ANI_news) November 25, 2016

এদিন জাতীয় সংবিধান দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশে ২৬ জানুয়ারি সাড়ম্বরে পালিত হয়, কিন্তু ভুললে চলবে না, ২৬ নভেম্বর ছাড়া ২৬ জানুয়ারি সম্ভব হত না৷” ভারতীয় সংবিধান ও বাবাসাহেব আম্বেদকর- দুই’ই তাঁকে অনুপ্রেরণা জোগায় বলে এদিন মন্তব্য করেন মোদি৷

The post কাউকে কালো টাকা সরাতে দিইনি, তাই আমি নিশানায়: মোদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement