সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বিভিন্ন ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড, বিশেষত ব্যাঙ্কিং পরিষেবার মতো বিষয়ে। আধার তাই প্রতি ভারতীয়র কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনই গোপনীয়। সেই আধার কার্ডই পেলেন এক পাক নাগরিক। সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে।
জানা যাচ্ছে, ওই ব্যক্তির নাম রাজা ওরফে রসরাজ রাজপুত। হরিয়ানার বাহাদুরগড় অঞ্চলে ২০১৩ থেকে বাস করতেন তিনি। কিন্তু আসলে তিনি পাকিস্তানের নাগরিক। নাম ভাঁড়িয়েই দিব্যি ভারতের নাগরিক হয়েই বাস করছেন তিনি। শুধু তাই নয়, ভারতের ভোটার কার্ড ও প্যান কার্ডও আছে তাঁর কাছে। তৈরি করে ফেলেছেন আধার কার্ডও। যে আধার কার্ড প্রত্যেক ভারতীয়র একান্ত পরিচয়পত্র, তাও চলে এসেছে দখলে। ভারতীয় হিসেবে যা যা পরিচয়পত্র থাকার কথা সবই আছে তাঁর কাছে।
ওই ব্যক্তির কাছে পাকিস্তানের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ৩৩ দিনের জন্য এ দেশের থাকার কথা ছিল তাঁর। কিন্তু সে সময় তো পেরিয়েইছে, উল্টে এ দেশে পাকাপাকিভাবে বসবাস করার সবরকম বন্দোবস্ত করে ফেলেছিলেন তিনি। পাসপোর্ট অনুযায়ী তাঁর জন্ম ১৯৭৮ সালে। যদিও আধারে সেটা হয়ে গিয়েছে ১৯৮৭ সাল। দিল্লির কোনও এক অঞ্চলের ভোটার হিসেবে ভোটার কার্ড পেয়েছেন তিনি। ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে আধারের মতো কার্ড, যা ভারতীয়দের কাছে চূড়ান্ত গোপনীয় একটি জিনিস, তা কী করে পেয়ে গেলেন এক পাক নাগরিক, সে প্রশ্নও উঠছে। সেক্ষেত্রে কতটা ভেরিফিকেশন কার হয়েছিল, তা নিয়েও খটকা আছে বিভিন্ন মহলে।
The post OMG! ভারতের আধার কার্ড পেলেন পাক নাগরিকও! appeared first on Sangbad Pratidin.
