shono
Advertisement

‘রামমন্দির বিধির লিখন, আমি সারথী মাত্র’, বলছেন আগে ডাক না পাওয়া আডবাণী

রামমন্দির আন্দোলনের পুরোধা ছিলেন গেরুয়া শিবিরের ‘লৌহপুরুষ’।
Posted: 08:20 PM Jan 12, 2024Updated: 04:26 PM Jan 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দশেক পরই অযোধ্যায় রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে। আর ‘ঐতিহাসিক’ মুহূর্তটির সাক্ষী থাকতে সেখানে উপস্থিত থাকবেন গেরুয়া শিবিরের ‘লৌহপুরুষ’ লালকৃষ্ণ আডবাণী (LK Advani)। রামমন্দির আন্দোলনের পুরোধা তিনিই। যদিও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানালেন, ”রামমন্দির বিধির লিখন।”

Advertisement

তাঁর মতে, অযোধ্যায় রামমন্দির নিয়তি নির্ধারিতই ছিল। আডবাণীর কথায়, ”ওই সময়ই (১৯৯০ সালের সেপ্টেম্বরে, যে সময় ‘রথ যাত্রা’ করেছিলেন বিজেপি নেতা) আমি বুঝতে পারি নিয়তি সিদ্ধান্ত নিয়ে রেখেছে একদিন অযোধ্যাতেই রামমন্দির হবে। পুরো বিষয়টাই ছিল কেবল সময়ের অপেক্ষা। আর ‘রথ যাত্রা’ শুরুর কয়েক দিনের মধ্যেই অনুভব করি, আমি কেবল রথচালক। আসল বার্তা দিয়েছিল যাত্রাই।”

[আরও পড়ুন: রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য কেন ২২ জানুয়ারিকেই বেছে নেওয়া হল?]

প্রসঙ্গত, রামমন্দির আন্দোলনের পুরোধা ছিলেন গেরুয়া শিবিরের ‘লৌহপুরুষ’। তাঁর রথযাত্রা কর্মসূচিতেই উত্তাল হয়েছিল গোটা দেশ। এর পরেই করসেবকদের আবেগের বিস্ফোরণ এবং বাবরি মসজিদ ধ্বংসের ঐতিহাসিক ঘটনা। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ যেখানে গড়ে উঠেছে মন্দির। অথচ সেই লালকৃষ্ণ আডবাণীকেই মন্দির উদ্বোধনের দিন আমন্ত্রণ জানাতে চায়নি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তবে আডবাণীকে অযোধ্যায় নিয়ে যাওয়ার জন্য যা যা বন্দোবস্ত করা দরকার, সবটাই করছে বিশ্ব হিন্দু পরিষদ। ২২ জানুয়ারি ৯৬ বছরের নেতাকে দেখা যাবে রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে।

[আরও পড়ুন: বাজপেয়ীর বায়োপিক কি লোকসভা ভোটপ্রচারে বিজেপির অস্ত্র? মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement