সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক ইস্যুতে দীর্ঘদিন পর ব্যাকফুটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং তাঁর দল বিজেপি (BJP)। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর আদানি গোষ্ঠী (Adani Group) নিয়ে অস্বস্তি বেড়েছে। রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ বাতিল নিয়ে একযোগে সরব হয়েছে কংগ্রেস (Congress), তৃণমূল-সহ (TMC) বিরোধী দলগুলি। বিবিসির বিতর্কিত তথ্যচিত্রে মুখ পুড়েছে মোদির। এইসঙ্গে বিরোধী দলগুলি বারবার ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নিয়ে সরব মোদি সরকারের বিরুদ্ধে। এই আবহাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। আজাদের দাবি, মোদি প্রকৃত রাষ্ট্রনায়ক, প্রতিহিংসাপরায়ণ নয়।
প্রাক্তন কংগ্রেস নেতা ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এর সাক্ষাৎকারে জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইন, ৩৭০ ধারা বাতিল, হিজাব-এর মত ইস্যুতে কেন্দ্রের কড়া সমালোচনা করেছেন। এমনকী তীব্র আক্রমণে বিদ্ধ করেছেন খোদ মোদিকে। এরপরেও পালটা আক্রমণে করেননি প্রধানমন্ত্রী। আজাদ বলেন, “মোদিকে কৃতিত্ব দেব, একাধিক ইস্যুতে আমি তাঁর বিরুদ্ধে সরব হলেও তিনি উদার মনোভাবের পরিচয় দিয়েছেন।” এই ইস্যুগুলির মধ্যে রয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন, ৩৭০ ধারা বাতিল, হিজাব ইত্যাদি। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, “অবশ্যই তাঁকে কৃতিত্ব দিতে হবে, তিনি একজন রাষ্ট্রনায়কের মতো আচরণ করেছেন, প্রতিশোধ নেননি।”
[আরও পড়ুন: প্রেমিকার বরকে খুন করতেই ‘বিয়ের উপহার’ মিউজিক সিস্টেমে রাখেন বোমা! গ্রেপ্তার প্রেমিক]
২০২১ সালেও মোদির প্রশংসা করেন গুলাম নবি আজাদ। সেবার বলেছিলেন, প্রধানমন্ত্রী যেভাবে নিজের সাধারণ জীবনযাপনের অতীতকে অকপটে বলতে পারেন তা প্রশংসনীয়। অপরপক্ষে সংসদ সদস্য হিসাবে আজাদের শেষদিনে ভূয়সী প্রশংসা করেছিলেন মোদি। উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছাড়েন আজাদ। পদত্যাগপত্রে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কড়া সমালোচনা করেছিলেন। কংগ্রেস-সহ বিরোধীদের বক্তব্য, ব্যক্তিগত স্বার্থেই মোদির প্রশংসায় মেতেছেন আজাদ। আগামী দিনে কোনও রাজ্যের রাজ্যপাল হতেই পারেন প্রাক্তন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা।