shono
Advertisement
Digital Arrest

'ডিজিটাল গ্রেপ্তারি'তে এবার CBI তদন্ত? সব রাজ্যের কাছে FIR-এর তথ্য চাইল সুপ্রিম কোর্ট

বিদেশ থেকে নিয়ন্ত্রিত হচ্ছে প্রতারণা, দাবি সলিসিটর জেনারেলের।
Published By: Kishore GhoshPosted: 02:23 PM Oct 27, 2025Updated: 02:37 PM Oct 27, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: দেশজুড়ে ডিজিটাল গ্রেপ্তারির নামে সাইবার প্রতারণা বাড়ছে। এই ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। চক্রান্ত রুখতে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা ভাবছে শীর্ষ আদালত। তার আগে সাইবার প্রতারণা সংক্রান্ত তথ্য সংগ্রহে সোমবার সমস্ত রাজ্যগুলিকে নোটিস পাঠাল আদালত। কোন রাজ্যে কতগুলি 'ডিজিটাল গ্রেপ্তারি'র অভিযোগে এফআইআর নথিভুক্ত হয়েছে, সেই তথ্য সুপ্রিম কোর্টে জমা দিতে বলা হয়েছে। সেই তথ্য খতিয়ে দেকে পরবর্তী নির্দেশিকা জারি হতে পারে।

Advertisement

সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে মামলা ওঠে। আগামী ৩ নভেম্বরের মধ্যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত তথ্য দিতে বলা হয়েছে। সিবিআইয়ের তরফে আদালতে উপস্থিত ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি দাবি করেন, ‘ডিজিটাল গ্রেপ্তার’ এবং অন্য সাইবার প্রতারণার ঘটনাগুলি মূলত বিদেশ থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। শুনানিতে মায়ানমার এবং তাইল্যান্ডের কথা উল্লেখ করেন তিনি। সিবিআই তদন্তের কথা উল্লেখ করে দুই বিচারপতির বেঞ্চ মন্তব্য করে, "সিবিআইয়ের তদন্ত কেমন এগোচ্ছে, সে দিকে আমরা নজর রাখব। প্রয়োজনীয় নির্দেশও দেব।”

সম্প্রতি হরিয়ানার অম্বালার বাসিন্দা এক প্রৌঢ়া ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে এক কোটি ৫ লক্ষ টাকা খোয়ান। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে কেন্দ্রকে নোটিস পাঠায় সুপ্রিম কোর্ট। যেভাবে এই প্রতারণা বেড়ে চলছে এবং প্রতারকদের শিকার হচ্ছে দেশের প্রবীণ নাগরিকরা তাতে উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত। গোটা ঘটনায় কেন্দ্র, সিবিআই ও স্বরাষ্ট্রমন্ত্রককে নোটিস দেওয়া হয় শীর্ষ আদালতের তরফে। পাশাপাশি হরিয়ানা সরকার ও অম্বালার সাইবার অপরাধ বিভাগের কাছেও ওই প্রবীণ দম্পতির মামলায় এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে সেই বিষয়েও জানতে চায় শীর্ষ আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে মামলা ওঠে।
  • হরিয়ানার অম্বালার বাসিন্দা এক প্রৌঢ়া ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে এক কোটি ৫ লক্ষ টাকা হারান।
Advertisement