shono
Advertisement

‘আমার দাদাই মুখ্যমন্ত্রী হবে’, কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর দাবি শিবকুমারের ভাইয়ের

'আমি পিছন থেকে ছুরি মারব না', দাবি মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা শিবকুমারের।
Posted: 12:13 PM May 16, 2023Updated: 12:13 PM May 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিবকুমারকেই (D K Shivkumar) কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে দেখতে চাই- দিল্লিতে গিয়ে কংগ্রেস (Congress) হাই কম্যান্ডকে সাফ জানিয়ে দিলেন কর্ণাটকের প্রদেশ সভাপতির ভাই সুরেশ। কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে হবেন, সেই সিদ্ধান্ত নিতে একাধিক বৈঠক করেছে কংগ্রেস নেতৃত্ব। সিদ্দারামাইয়া (Siddaramaiah) ও শিবকুমারের মধ্যে একজনকে বেছে নিতে বেশ বিপাকে পড়েছে কংগ্রেস, এমনটাই সূত্রের খবর। এহেন পরিস্থিতিতে শিবকুমার বলেন, দল হল মায়ের মতো। মা তাঁর সন্তানকে সবকিছু দেন।

Advertisement

সম্ভবত মঙ্গলবারই কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রী নাম চূড়ান্ত করা হবে। তার আগে সোমবারই দিল্লি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সিদ্দারামাইয়া। রাতের বেলা ডি কে শিবকুমার জানান, পেটের সমস্যার কারণে তিনি দিল্লি যেতে পারবেন না। যদিও মঙ্গলবার সকালেই দিল্লি পৌঁছেছেন তিনি। এহেন পরিস্থিতিতে জানা গিয়েছে শিবকুমারের আগেই দিল্লি পৌঁছেছিলেন তাঁর ভাই, কংগ্রেস সাংসদ ডি কে সুরেশ। সোমবারই মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানিয়ে দেন, “আমার দাদাকেই মুখ্যমন্ত্রী পদে দেখতে চাই।”

[আরও পড়ুন: বিচারপতির বিদায়ী অনুষ্ঠানে আবেগপ্রবণ বিচারপতি চন্দ্রচূড়ের মুখে পাকিস্তানি কবির কবিতা]

এই বক্তব্যের পরেই মঙ্গলবার দিল্লির উদ্দেশে রওনা দেন শিবকুমার। তার আগেই বলেন, দলকে ব্ল্যাকমেল করবেন না তিনি। পিছন থেকে ছুরি মেরেও নিজের স্বার্থসিদ্ধি করবেন না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “দলই আমার ভগবান। আমরাই দল বানিয়েছি, আমরাই দলের অংশ। আশা করি মা তাঁর সন্তানদের জন্য সমস্ত কিছু দেবেন।” শিবকুমারের এহেন মন্তব্যে পরিষ্কার, দলের কাছে নিজের জন্য গুরুত্বপূর্ণ কোনও দায়িত্ব আশা করছেন তিনি।

যদিও একইসঙ্গে দাবি করেছেন, তিনি বিদ্রোহী নন। শিবকুমারের মতে, “দল চাইলে আমাকে দায়িত্ব দিতেই পারে। বিধানসভায় ১৩৫টি আসন আমাদেরই রয়েছে। সেখানে কোনওরকম বিভাজন চাই না। আমাকে কেউ পছন্দ করুক বা না করুক, আমি দায়িত্ববান মানুষ। ব্ল্যাকমেল করে পিছন থেকে ছুরি মারব না।” সূত্রের খবর, কর্ণাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সিদ্দারামাইয়া। তাই ডেপুটি মুখ্যমন্ত্রীর পদ দিয়ে শিবকুমারকে সন্তুষ্ট করতে চাইছে কংগ্রেস হাইকম্যান্ড।

[আরও পড়ুন: চিকিৎসকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ধরনায় মন্ত্রী বীরবাহা হাঁসদা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement