shono
Advertisement

‘মোদিজি বলে মানুষের থেকে দূরে সরিয়ে দেবেন না, আমি শুধুই মোদি’, বলছেন প্রধানমন্ত্রী

৩ রাজ্যের মুখ্যমন্ত্রী বাছতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে মোদি।
Posted: 12:09 PM Dec 07, 2023Updated: 12:51 PM Dec 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নামের পাশে ‘জি’ বসিয়ে মানুষের থেকে দূরে সরিয়ে দেবেন না। ৩ রাজ্যের ভোটে বিপুল জয়ের পর দলের নেতাদের কাছে আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর বক্তব্য, “আমি শুধুই মোদি। আমাকে মোদিজি বলে মানুষের থেকে দূরে সরিয়ে দেবেন না।”

Advertisement

৩ রাজ্যের বিপুল জয়ের পরও মুখ্যমন্ত্রী বেছে উঠতে পারেনি বিজেপি। বৃহস্পতিবার সংসদের সেন্ট্রাল হলে বিজেপির সংসদীয় দলের বৈঠকে তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে আলোচনা হওয়ার কথা। সেখানেই উপস্থিত ছিলেন মোদি। দলীয় সাংসদদের বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্য, তিন রাজ্যে জয়ের কৃতিত্ব সার্বিকভাবে গোটা দলের। এবার বিজেপি সাংসদ এবং মন্ত্রীদের বিকাশিত ভারত সংকল্প যাত্রায় যোগ দিতে হবে।

[আরও পড়ুন: ইজরায়েলি সেনার ‘চক্রব্যূহে’ হামাসের প্রতিষ্ঠাতা, নেতানিয়াহু বলছেন, ‘আর কিছুক্ষণ…’]

উল্লেখ্য, তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ের কৃতিত্ব অনেকেই দিচ্ছেন ‘ব্র্যান্ড মোদি’কে। প্রধানমন্ত্রী যেভাবে তিন রাজ্যেই নিজেকে মুখ হিসাবে তুলে ধরেছেন, তাতেই স্থানীয় নেতাদের ব্যর্থতা, স্থানীয় সব ইস্যু ছুড়ে ফেলা গিয়েছে, মনে করছে বিজেপিও (BJP)। কিন্তু প্রধানমন্ত্রী এই জয়ে নিজের কৃতিত্ব দেখছেন না। তাঁর বক্তব্য, এটা সার্বিক প্রচেষ্টার জয়। সকলেই পরিশ্রম করেছেন। মোদি বলছেন, তিনি মানুষের মধ্যেই থাকতে চান। তাঁর বক্তব্য, “আমাকে মোদিজি বলে মানুষের থেকে দূরে সরিয়ে দেবেন না। আমি শুধু মোদি।”

[আরও পড়ুন: আমেরিকার বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা, নিহত অন্তত ৩

উল্লেখ্য, ৩ রাজ্যে মুখ্যমন্ত্রী কে হবেন, তাই নিয়ে এখনও জল্পনা চলছে বিজেপির অন্দরে। শোনা যাচ্ছে, ৩ রাজ্যেই নতুন মুখ আনতে পারে বিজেপি। সেকারণেই এত অপেক্ষা। এদিকে বিরোধীরা টিটকিরি দিচ্ছে, বিজেপির অন্দরে মিউজিক্যাল চেয়ার চলছে। সেকারণেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণায় দেরি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement