shono
Advertisement
DRDO

মাঝআকাশেই শত্রুর বংশ ধ্বংস! নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

শত্রু ক্ষেপণাস্ত্রকে প্রতিরোধ করবে ৫০০০ কিমি পাল্লার এই ক্ষেপণাস্ত্র।
Published By: Kishore GhoshPosted: 12:20 PM Jul 25, 2024Updated: 02:49 PM Jul 25, 2024

সংবাদ প্ররতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধক্ষেত্রে আরও শক্তিশালী ভারত। এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। ৫০০০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলাকে রুখে দেবে এই ক্ষেপণাস্ত্র। পরীক্ষা সফল হওয়ায় DRDO-র বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

Advertisement

DRDO সূত্রে জানা গিয়েছে, আগেই এই ক্ষেপণাস্ত্রের ব্যবহারিক কৌশল ও লক্ষ্যভেদের সক্ষমতার প্রাথমিক পরীক্ষা হয়েছিল। বুধবার দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হয় ওড়িশার চাঁদিপুরের ‘ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ’ (ITR)-এ। ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলেই জানা গিয়েছে। তবে নতুন এই ক্ষেপণাস্ত্রটি ‘অগ্নি’ সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়।

 

[আরও পড়ুন: সংসদে দাঁড়িয়ে ‘স্টুপিড’ কটাক্ষ, কংগ্রেস সাংসদকে নিশানা করে বিতর্কে অভিজিৎ]

প্রসঙ্গত, কদিন আগে মৎস্যজীবীদের আন্দোলনের জেরে জুনপুটে ফ্লাইট ট্রায়াল বাতিল করেছিল ডিআরডিও (DRDO)। তিনদিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া বন্ধ রাখার পরেও ফ্লাইট ট্রায়াল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিল মৎস্যজীবী সংগঠনগুলি। তাঁদের বক্তব্য ছিল, ফ্লাইট ট্রায়াল হল না। অথচ প্রথম দফায় তিনদিন তাঁদের জীবিকার্জন ব্যাহত হল। এই অবস্থায় বন্ধ রাখা হয়েছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের কাজও।

 

[আরও পড়ুন: ‘উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের অন্তর্ভূক্ত করা হোক’, প্রধানমন্ত্রীর কাছে আর্জি সুকান্তর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দ্বিতীয় দফার পরীক্ষা হল ওড়িশার চাঁদিপুরের ‘ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ’ (ITR)-এ ।
  • নতুন এই ক্ষেপণাস্ত্রটি ‘অগ্নি’ সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয় বলে DRDO সূত্রে জানা গিয়েছে।
Advertisement