shono
Advertisement

দিল্লি বিশ্ববিদ্যালয়ে গেরুয়া ঝড়, ছাত্র সংসদ নির্বাচনে বড় জয় এবিভিপির

ছাত্র সংসদের চারটি শীর্ষ পদের মধ্যে তিনটি গিয়েছে এবিভিপির দখলে৷ The post দিল্লি বিশ্ববিদ্যালয়ে গেরুয়া ঝড়, ছাত্র সংসদ নির্বাচনে বড় জয় এবিভিপির appeared first on Sangbad Pratidin.
Posted: 05:32 PM Sep 13, 2019Updated: 06:27 PM Sep 13, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বড় জয় পেল গেরুয়াপন্থী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি৷ সূত্রের খবর, আরএসএস প্রভাবিত এই সংগঠনের ঝুলিতে গিয়েছে ছাত্র সংসদের তিনটি শীর্ষ পদ৷ সভাপতি, সহ-সভাপতি ও সহ-সচিব পদ দখল করেছে এবিভিপি৷

Advertisement

[ আরও পড়ুন: মাথায় হোর্ডিং পড়ে মৃত তথ্যপ্রযুক্তি কর্মী, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মাদ্রাজ হাই কোর্টের ]

জানা গিয়েছে, সভাপতি পদে জয় লাভ করেছেন অক্ষিত দাহিয়া৷ সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন প্রদীপ তানওয়ার এবং সহ-সচিব পদে জিতেছেন শিবাঙ্গী খারওয়াল৷ চারটি শীর্ষ পদের মধ্যে একটিতে জয় লাভ করেছে কংগ্রেস প্রভাবিত ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া বা এনএসইউআই৷ সচিব পদে জিতেছেন এই সংগঠনের আশিষ লাম্বা৷ নিটকতম প্রতিদ্বন্দ্বী এবিভিপির যোগী রথিকে ২০৫৩ ভোটে পরাজিত করেছেন তিনি৷ দিল্লি বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, শুক্রবার নির্ধারিত সময় সকাল ৮টা ৩০ মিনিটের কয়েক ঘণ্টা পর থেকে ভোট গণনা শুরু হয়৷ ভোট বাক্স খুলতেই দেখা যায় এবিভিপির জয়জয়কার৷

[ আরও পড়ুন: ‘মুখ ফসকে ভুল বলেছি’, মাধ্যাকর্ষণ নিয়ে বেফাঁস মন্তব্যের স্বীকারোক্তি পীযূষের ]

উল্লেখ্য, বৃহস্পতিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হয় ছাত্র সংসদের নির্বাচন৷ মুখ্য নির্বাচনী আধিকারিক অশোক প্রসাদ জানান, উত্তর-পূর্ব দিল্লির কিংসওয়ে ক্যাম্পের পুলিশ লাইনে নির্লাচন অনুষ্ঠিত হয়৷ এবারের নির্বাচনের জন্য ৫২টি পোলিং স্টেশন তৈরি হয়৷ এবারের ভোটে রেকর্ড সংখ্যক পড়ুয়া অংশগ্রহণ করেন৷ সূত্রের খবর, এবার ৩৯.৯০ শতাংশ পড়ুয়া নির্বাচনে অংশগ্রহণ করেন৷ ২০১৮-র নির্বাচনে যে সংখ্যাটি ছিল ৪৪.৪৬ শতাংশ৷

The post দিল্লি বিশ্ববিদ্যালয়ে গেরুয়া ঝড়, ছাত্র সংসদ নির্বাচনে বড় জয় এবিভিপির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার