shono
Advertisement

দুঃস্বপ্নের পাকিস্তান ছেড়ে দেশে ফিরলেন ‘ভারতকন্যা’উজমা

ওয়াঘা সীমান্ত দিয়ে হেঁটে দেশে প্রবেশ করলেন ভারতের কন্যা৷ দেখুন সেই ভিডিও৷ The post দুঃস্বপ্নের পাকিস্তান ছেড়ে দেশে ফিরলেন ‘ভারতকন্যা’ উজমা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:11 PM May 25, 2017Updated: 07:41 AM May 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  অবশেষে মুক্তি৷ ওয়াঘা সীমান্ত পেরিয়ে ধীরে ধীরে নিজের দেশে প্রবেশ করলেন উজমা৷ পাকিস্তানেই ফেলে এলেন একরাশ দুঃস্বপ্ন৷ জোর করে বিয়ে করতে বাধ্য হওয়া, তারপর স্বামী-শ্বশুরবাড়ির দিনের পর দিনের মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার৷ সবকিছুকে পিছনে ফেলে নিজের ঘরে ফিরলেন ভারতীয় কন্যা৷  আবেগঘন ছিল ওয়াঘা সীমান্তের সে দৃশ্য৷

Advertisement

 

#WATCH Indian woman Uzma returns to India via Attari-Wagah border, she alleged she was forced to marry a Pakistani pic.twitter.com/x5FeEos6lS

— ANI (@ANI_news) May 25, 2017

বুধবার উজমাকে অবশেষে দেশে ফেরার অনুমতি দেয় ইসলামাবাদ হাই কোর্ট৷ পাক পুলিশ যাতে তাঁকে ওয়াঘা সীমান্তে ছেড়ে আসে, সে নির্দেশও দেওয়া হয় হাই কোর্টের তরফে৷ বছর কুড়ির উজমা দিল্লির নাগরিক৷ মালয়েশিয়ায় গিয়ে তাহিরের সঙ্গে আলাপ৷ এবং প্রেম৷ এরপর চলতি মাসের শুরুতেই জোর করে তাঁকে পাকিস্তানে নিয়ে আসে তাহির৷ বন্দি করে খাইবার পাখতুনখার বুনেরের প্রত্যন্ত গ্রামের এক বাড়িতে৷ গান পয়েণ্টে রেখে বিয়ে করতে বাধ্য করে৷ কোনও মতে তাঁর কয়েদ থেকে বেরিয়ে এসে ভারতীয় দূতাবাসে আশ্রয় নেন উজমা৷

১২ মে ভারতে প্রত্যাবর্তনের অনুমতির দাবিতে পাক আদালতে পিটিশন দাখিল করেন জানান, তাঁর প্রথম পক্ষের বিবাহজাত মেয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত৷ তাকে দেখতে দেশে ফেরার অনুমতি দেওয়া হোক৷ স্বামী তাহির আলির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগও জানান তিনি৷ এদিকে স্ত্রী’র সঙ্গে দেখা করার আবেদন জানিয়ে আদালতে চিঠি দেন তাহির আলিও৷ বুধবার দু’টি পিটিশনই শোনেন পাক হাই কোর্টের একক সদস্যের বেঞ্চের বিচারক মহসিন আখতার ক্বায়ানি৷ শোনার পরই তিনি উজমাকে দেশে ফেরার অনুমতি দেন৷ তাহিরের থেকে নিয়ে উজমাকে ফিরিয়ে দেওয়া হয় তাঁর যাতায়াত সংক্রান্ত নথি৷ মঙ্গলবারই তা হাই কোর্টের হাতে তুলে দিয়ে উজমার সঙ্গে একান্তে দেখা করার আর্জি জানিয়েছিল তাহির৷ স্বামীর সঙ্গে দেখা করতে ইচ্ছুক কি না, তা ক্বায়ানি উজমাকে জিজ্ঞেস করলে তিনি অসম্মতি প্রকাশ করেন৷

উজমার প্রত্যাবর্তনের যাবতীয় কৃতিত্ব ভারত সরকারকে, বিশেষ করে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে দিয়েছেন তাঁর ভাই ওয়াসিম আহমেদ৷ তিনি বলেন, সরকার একবারের জন্যও তাঁর বোনের সঙ্গ ছাড়ে নি৷  আশাতীতভাবে পাক প্রশাসনকে ক্রমাগত চাপ দিয়ে বোনকে ফিরিয়ে দিয়েছে বিদেশমন্ত্রকই৷ এর জন্য ভারত সরকারকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ওয়াসিম৷  উজমাকে স্বাগত জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও৷  এতদিন ধরে এত যন্ত্রণা তাঁকে পোহাতে হয়েছে, এর জন্য দুঃখও প্রকাশ করেছেন তিনি৷

 

 

The post দুঃস্বপ্নের পাকিস্তান ছেড়ে দেশে ফিরলেন ‘ভারতকন্যা’ উজমা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement