সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমির পরিবর্তে চাকরি দেওয়ার মামলায় ফের তেজস্বী যাদবকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ইডির তরফে শনিবার সমন জারি করা হয়েছে। বিহারের উপমুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৫ জানুয়ারি হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
রেলমন্ত্রী থাকাকালীন সস্তায় জমি কিনে তার পরিবর্তে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তেজস্বীর (Deputy CM Tejashwi Yadav) বাবা লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে এর আগে লালু প্রসাদের স্ত্রী রাবড়ি দেবী, কন্যা মিসা ও ভারতীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদও করে সিবিআই। সে সময় তল্লাশি হয় তেজস্বীর বাড়িতেও। এর পরেই দিল্লির সিবিআই দপ্তরে হাজিরা দিতে নোটিস পাঠানো হয়েছিল তেজস্বীকে। আবারও তাঁকে ডেকে পাঠাল ইডি।
[আরও পড়ুন: গুরুতর অসুস্থ উস্তাদ রাশিদ খান, ভর্তি হাসপাতালে]
সিবিআই অভিযোগ করেছিল, ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্য়ে লালুপ্রসাদ রেলমন্ত্রী থাকাকালীন এই দুর্নীতি হয়েছিল। রেলের নিয়ম ভেঙে জমির পরিবর্তে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে। লালুর পরিবারের মাধ্যমেই সমস্ত কেনাবেচা চলত বলে জানিয়েছিল সিবিআই। সেই মর্মেই তল্লাশি হয় তাঁর ছেলে তেজস্বীর বাড়িতেও। এবার ইডিও এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল। যদিও এনিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি তেজস্বীর।
উল্লেখ্য, এর আগে গত ২২ ডিসেম্বর বিহারের উপমুখ্যমন্ত্রীকে তলব করেছিল ইডি। যদিও সেবার হাজিরা দেননি তিনি। এবার তিনি যান কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।