shono
Advertisement

ইলেক্টোরাল বন্ড নিয়ে সুপ্রিম রায় কি কার্যকর হবে? মুখ খুলল নির্বাচন কমিশন

কমিশন সুপ্রিম রায় মানতে চাইলেও কেন্দ্রের শাসকদলের অন্দরে এই রায় নিয়ে অনেকেই আপত্তি করছেন।
Posted: 10:41 AM Feb 18, 2024Updated: 12:21 PM Feb 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইলেক্টোরাল বন্ড (Electoral Bond) নিয়ে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে কোনও আপত্তি নেই। জানিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশন বলছে, তারা সবসময় স্বচ্ছতার পক্ষে। সুপ্রিম কোর্টের আদেশ হাতে পেলে, সেই মতো ব্যবস্থা করা হবে।

Advertisement

গত বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) সাংবিধানিক বেঞ্চ ইলেক্টোরাল বন্ডকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। সেই সঙ্গে জানিয়ে দিয়েছে, কোন রাজনৈতিক দল গত পাঁচ বছরে কোন শিল্প সংস্থার থেকে কত টাকা চাঁদা পেয়েছে, তা মার্চ মাসেই প্রকাশ্যে আনতে হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে শীর্ষ আদালত নির্দেশ দেয়, কোন কোন সংস্থা ইলেক্টোরাল বন্ড কিনেছে, সেই তথ্য পুঙ্খানুপুঙ্খ নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে হবে। নির্বাচন কমিশন তা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করবে।

[আরও পড়ুন: সন্দেশখালিতে নারী নির্যাতন মানল পুলিশ, ‘শাহজাহানের গ্রেপ্তারির দায়িত্ব ইডির’, বললেন রাজীব কুমার]

অর্থাৎ সুপ্রিম রায় মানতে হলে লোকসভা ভোটের আগেই কোন রাজনৈতিক দল গত পাঁচ বছরে কোন শিল্প সংস্থার থেকে কত টাকা চাঁদা পেয়েছে সেই তথ্য প্রকাশ করতে হবে কমিশনকে। এ বিষয়ে কী মত? মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলছেন, “কমিশন সব সময় স্বচ্ছতার পক্ষে ছিল। আদালতের নির্দেশ সব সময় মেনে চলব।’ রাজীব কুমার (Rajeev Kumar) জানিয়েছেন, “নির্বাচন কমিশনও নির্বাচনী বন্ড মামলায় একটি পক্ষ ছিল। কমিশন সব সময় স্বচ্ছতার পক্ষে।”

[আরও পড়ুন: ভুল চিকিৎসায় প্রাণ গেল ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রীর! শোকবার্তায় কী লিখল আমিরের সংস্থা?]

তাৎপর্যপূর্ণভাবে কমিশন সুপ্রিম রায় মানতে চাইলেও কেন্দ্রের শাসকদলের অন্দরে এই রায় নিয়ে অনেকেই আপত্তি করছেন। তাছাড়া একটা মহল থেকে যুক্তি দেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে ব্যাঙ্কের নিয়ম। ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী গোপন কোনও তথ্য কোনওভাবেই প্রকাশ্যে আনা যায় না। সুপ্রিম কোর্টের রায় মানতে গেলে সেই নিয়ম ভঙ্গ করতে হবে। যা আইনত সম্ভব নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement