নৃশংসভাবে হাতিকে খুন। তারপর তার দেহ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় পুঁতে দেওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার বেলঘর জঙ্গলে। কিন্তু কে বা কারা হাতিটিকে খুন করল, তা এখনও জানা যায়নি।
বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, গত ৫ জানুয়ারি ওড়িশার কান্ধামাল জেলার বালিগুড়া বন বিভাগের বেলাঘর রেঞ্জের ঝরাপানির কাছে হাতিটির মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে আধিকারিকরা প্রাথমিকভাবে চোরাশিকারিদের তত্ত্ব খারিজ করেছেন। কিন্তু হাতিটির দেহ যে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় পুঁতে দেওয়া হয়েছে, তা তাঁরা নিশ্চিত করেছেন। মনে করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন ফরেস্ট রেঞ্জার্স এবং হোম গার্ডরা। সূত্রের দাবি, প্রাথমিকভাবে চোরাশিকারিদের তত্ত্ব খারিজ হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বালিগুড়ার ডিএফও ঘনশ্যাম মোহন্ত জানিয়েছেন, হাতিটির মৃত্যুর পর বেলঘর বন বিভাগের কর্মকর্তারা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু এখন তাঁরা সমস্যায় পড়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজন কর্তাকে ইতিমধ্যই বরখাস্ত করা হয়েছে। হাতিমৃত্যুর পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
