ভোটমুখী বাংলায় হইচই করে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনের কয়েক ঘণ্টা পরেই 'কালিমালিপ্ত' হল হাওড়া-গুয়াহাটি (কামাখ্যা) রুটের সেই আধুনিক ট্রেন। পরীক্ষামূলক যাত্রায় ট্রেনের ভিতরের ভাইরাল ভিডিও ও ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেখানে দেখা গিয়েছে, ঝাঁ-চকচকে ট্রেনের অন্দরে ছড়িয়ে প্লাস্টিকের প্যাকেট, চামচ ইত্যাদি। উদ্বোধনের দিনেই যাত্রীদের আচরণ নিয়ে প্রশ্ন উঠছে।
১৭ জানুয়ারি, শনিবার হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper) আনুষ্ঠানিক উদ্বোধন হয়। যদিও বাণিজ্যিক যাত্রা শুরু হবে ২২ জানুয়ারি সরস্বতী পুজোর দিন। শনিবারের পরীক্ষামূলক যাত্রার বেশ কিছু ভিডিও তুলে ধরে বন্দে ভারত স্লিপারের আধুনিক কোচ, উন্নত সুযোগ-সুবিধা। প্রায় বিমানের মতো অভিজ্ঞতা ইত্যাদি। যা অন্য ট্রেনগুলির থেকে অনেকটাই আলাদা। অথচ সেখানেই অবর্জনা ভর্তি! ইনস্টাগ্রামের ভিডিওতে কর্তৃপক্ষ নয়, জনৈক ব্লগার আঙুল তুলেছেন যাত্রীদের একাংশের দিকে।
স্লিপার কোচের মেঝেতে আবর্জনা দেখানোর পর তিনি বলেন, "এবার বলুন এটা রেলের গাফিলতি, সরকারের গাফিলতি নাকি আপনার (যাত্রীদের) গাফলতি?" আক্ষেপের সুরে যুবক বলেন, "একটা নতুন ট্রেন, আজ উদ্বোধন হয়েছে, তার এই অবস্থা করে ছেড়েছি আমরা! এটাই আমাদের সিভিক সেন্স!" ভিডিওর ক্যাপশানে ব্লগার লিখেছেন, "ট্রেন বিশ্বমানের হতে পারে, সিভিং সেন্স নয়।"
ভাইরাল দেখে হতাশ নেটিজেনরা। তাঁরা ব্লগারের মতোই ট্রেনের যাত্রীদের একাংশের কাণ্ড দেখে উষ্মা প্রকাশ করে বলেন, সরকারি সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেবল সরকারের নয়, সাধারণ মানুষেরও। কারণ তাঁরাই সেটা ব্যবহার করেন। এই ভিডিও নজরে আসে রেল কর্তৃপক্ষেরও। বিষয়টি খতিয়ে দেখে রেলের এক আধিকারিক জানান, "রেলের সম্পত্তির পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব, এভাবে আবর্জনা ফেলে কোচ ময়লা করলে রেল ব্যবস্থা নেবে।"
একদিকে যখন যাত্রীদের একাংশের আচরণের তীব্র নিন্দা হচ্ছে, তখন বন্দে ভারত স্লিপার কোচের খাবার সংক্রান্ত একধিক ভিডিও সামনে এসেছে। অধিকাংশ ভিডিওতেই খাবারের গুণমানের প্রশংসা করা হয়েছে। বিমানের কায়দায় খাবার পরিবেশনেও খুশি যাত্রীরা।
