সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় রেলের দুর্গতি অব্যাহত। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস। বৃহস্পতিবার দুপুরে আচমকাই দিল্লির শিবাজী ব্রিজের কাছে লাইনচ্যুত হল পাটনা-দিল্লি রাজধানী এক্সপ্রেস। রাজধানীর মতো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন বেলাইন হওয়ায় রেল কর্তাদের কপালে চিন্তার ভাঁজ। ট্রেনের ইঞ্জিন এবং পাওয়ার কার বেলাইন হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। ঘটনায় আপাতত কোনও হতাহতের খবর মেলেনি। তবে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রেল আধিকারিকরা। এদিন সকালেই হাওড়া-জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেসের সাতটি কোচ বেলাইন হল উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায়। সকালের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আরও একটি দুর্ঘটনা।
এই নিয়ে এক মাসেরও কম সময়ে চারটি রেল দুর্ঘটনা। রেল বোর্ডের চেয়ারম্যানের ইস্তফা, রেলমন্ত্রী সুরেশ প্রভুর মন্ত্রক থেকে অপসারণের পরও দুর্ঘটনা অব্যাহত। কারণ খুঁজতে হিমশিম খাচ্ছে রেল মন্ত্রক। এদিন ইঞ্জিন ও পাওয়ার কার লাইনচ্যুত হলেও যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ট্রেন থেকে নেমে পড়েন আতঙ্কিত যাত্রীরা। দুর্ঘটনার কারণ খোঁজার চেষ্টা চালাচ্ছেন রেল আধিকারিকরা।
[ফের বড়সড় রেল দুর্ঘটনা উত্তরপ্রদেশে, বেলাইন শক্তিপুঞ্জ এক্সপ্রেস]
The post এবার দিল্লিতে বেলাইন রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন, উদ্বিগ্ন রেল আধিকারিকরা appeared first on Sangbad Pratidin.