shono
Advertisement

আর মাস্ক পরা বাধ‌্যতামূলক নয় বিমানেও, করোনা সংক্রমণ তলানিতে নামতেই সিদ্ধান্ত কেন্দ্রের

২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৩৫ জন।
Posted: 10:58 AM Nov 17, 2022Updated: 10:58 AM Nov 17, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনা সংক্রমণ এখন একেবারে তলানিতে। গত কয়েক সপ্তাহ টানা দৈনিক আক্রান্তের সংখ্যাটা হাজারের নিচে ঘোরাফেরা করেছে। সার্বিক পরিসংখ্যানে এই বিরাট স্বস্তির পর করোনা বিধি কার্যত পুরোপুরি শিথিল করে ফেলল কেন্দ্র। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, উড়ানেও আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়।

Advertisement

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (Civil Aviation Ministry) বুধবার জানিয়ে দিয়েছে, এবার বিমানযাত্রার সময় মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে করোনা আক্রান্তের সংখ্যা কমে গেলেও যাত্রীরা প্রয়োজনে মাস্ক পরতে পারেন। একাধিক বিমান সংস্থাকে সরকারের তরফে জানানো হয়েছে, কোভিড-১৯ ম্যানেজমেন্টের অংশ হিসাবেই এই নয়া সরকারি নীতি আনা হয়েছে। তবে চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিমানের অন্দরে ঘোষণায় বলা যেতে পারে, কোভিড (COVID-19) প্রতিরোধে যাত্রীরা মাস্ক বা ফেস কভার ব্যবহার করতে পারেন। তবে ওই ঘোষণায় কোনও জরিমানা দেওয়ার কথা বলার দরকার নেই।

[আরও পড়ুন: রিজার্ভ ব্যাংকের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই নোট বাতিলের সিদ্ধান্ত, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র]

এদিকে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৬৩৫ জন। পর্যন্ত দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৬৭ হাজার ৩১১ জন। সংক্রমণ কমার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ৭ হাজার ১৭৫ জন। যা মোট আক্রান্তের মাত্র ০.২ শতাংশ মাত্র।

[আরও পড়ুন: এবার কাশ্মীরে জি-২০ সম্মেলন! পাকিস্তানকে চাপে ফেলে কৌশলী দিল্লি]

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৫৪৬ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। শুধু গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০১০ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪১ লক্ষ ২৯ হাজার ৫৯০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৯ শতাংশ। অর্থাৎ, সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement