সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও এক মর্মান্তিক ছবি। খারাপ রাস্তা। গাড়ি পেতে হিমশিম অবস্থা। আর তাই খাটিয়াতে শুইয়ে রোগীকে বাড়ি নিয়ে গেল পরিবার। প্রায় তিন কিলোমিটার রাস্তা এভাবেই নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের ঝাঁসিতে। আর সেই ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে। তা সামনে আসতেই সমালোচনার ঝড়। অনেকেই যোগী রাজ্যের উন্নয়ন নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন। যদিও এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সাফাই, রাস্তার জন্য আগেই নাকি প্রস্তাব করা হয়ছিল। কিন্তু স্থানীয় জটিলতার কারণে তা করা সম্ভব হচ্ছে না বলে দাবি।
অসুস্থ মহিলার বাড়ি মাগারওয়ারা গ্রামের খিরক মঞ্জুজুওয়ারা চিঙ্গেভারা এলাকায়। শারীরিক সমস্যা নিয়ে গত শুক্রবার স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন ওই মহিলা। হয় অপারেশনও। সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া হয় তাঁকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, গ্রামে যাওয়ার পথ নেই। যা আছে সেটার অবস্থা খুবই খারাপ। এক কথায় পুরো মাঠ! এমন পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সটি গ্রাম থেকে তিন কিলোমিটার আগে অসুস্থ ওই মহিলাকে রাস্তায় রেখে যায়। আত্মীয়রা কোনওভাবে একটি খাটের ব্যবস্থা করে মহিলাকে তার উপর শুইয়ে কাঁধে করে নিয়ে যেতে দেখা যায়। যদিও ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
তবে সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই অবস্থায় তিন কিমি পথ পাড়ি দেন তাঁরা। যা একেবারে অমানবিক। এহেন ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। বিতর্কের মুখে পড়ে স্থানীয় প্রশাসনের দাবি, এলাকায় রাস্তা তৈরির ক্ষেত্রে রয়েছে জটিলতা। কৃষকদের ক্ষেত থেকে কিছু জমি নিতে হবে। আর তা নিয়ে রয়েছে সংঘাত। আর সেই কারণে রাস্তা তৈরিতে সমস্যা বলে সাফাই জেলা প্রশাসনের।
