shono
Advertisement

মোমবাতির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ৬, বিপুল ক্ষয়ক্ষতি

ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ৮ জন।
Posted: 05:43 PM Dec 08, 2023Updated: 06:05 PM Dec 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোমবাতির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনে ঝলসে মৃত্যু হল অন্তত ছজনের। ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ৮ জন। আগুন লাগার জেরে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও খবর।

Advertisement

আজ, শুক্রবার ঘটনাটি ঘটে পুণের (Pune) পিম্প্রি চিনচৌদ এলাকায়। দুপুর পৌনে তিনটে নাগাদ দমকলকে ফোন করে আগুন লাগার খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় একাধিক ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বাঁচানো যায়নি ছটি প্রাণ। জানা গিয়েছে, তাঁরা সেই সময় কারখানা থেকে কোনওভাবেই বেরতে পারেননি। তবে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসা চলছে তাঁদের। খবর দেওয়া হয়েছে পরিবারকেও।

[আরও পড়ুন: মেট্রো স্টেশন থেকে কয়েক লক্ষ টাকার মোবাইল চুরি, ভিনরাজ্যে গ্রেপ্তার ‘গুণধর’]

তবে ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। পিম্প্রি চিনচৌদ পৌরসভার কমিশনার শেখর সিং জানান, জন্মদিনে যে ধরনের মোমবাতি ব্যবহার করা হয়, সেগুলিই এই কারখানায় প্রস্তুত করা হত। যে কারণে প্রচুর পরিমাণ মোম মজুত ছিল। আর তা থেকেই আগুন ভয়াবহ রূপ নেই। বিপুল আর্থিক ক্ষতিও হয়েছে বলে খবর। পাশাপাশি এই কারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপন যন্ত্র ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: UNESCO তকমা পাওয়ার পরেই বর্ণাঢ্য উদযাপন, গরবায় মাতল নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement