shono
Advertisement
Snowfall

বছরের প্রথম তুষারপাত, বরফে ঢেকেছে লাচেনের গাছপালা-রাস্তাঘাট, উচ্ছ্বসিত পর্যটকরা

রাস্তাঘাট থেকে গাছপালা বরফের চাদরে মুড়ে যায়। তবে প্রবল তুষারপাতের কারণে নাথুলা, ১৫ মাইলের দিকে যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে।
Published By: Subhankar PatraPosted: 09:37 AM Jan 08, 2025Updated: 11:44 AM Jan 08, 2025

ধনরাজ তামাং, দার্জিলিং: উত্তর ভারতে আসছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল সিকিমের লাচেনে। পূর্বাভাস সত্যি করে বছরের প্রথম তুষারপাত দেখল এই ছোট্ট শহর। খুশি পর্যটকরাও।

Advertisement

মঙ্গলবার রাত থেকেই তুষারপাত শুরু হয় উত্তর সিকিমের লাচেনে। তুষারপাত এখানে নতুন কোনও ঘটনা নয়। তবে শীতের মরশুমে কলকাতা-সহ দেশের অনেক শহর থেকে পর্যটকরা তুষারপাত দেখার জন্য ছুটে আসেন। নতুন বছরে পর্যটকদের নিরাশ করেনি এই শহর।

রাস্তাঘাট থেকে গাছপালা বরফের চাদরে মুড়ে যায়। চারদিক সাদা হয়ে উঠেছে। বরফ দেখে গাড়ি থামিয়ে তা উপভোগ করতে দেখা যায় পর্যটকদের। অনেকে ছবি তোলেন, ভিডিও করেন। কেউ কেউ বাড়িতে থাকা প্রিয়জনকে তা ভিডিও কলে দেখান। ফলত পাহাড়ে ঘুরতে আসা পর্যটকরা বেজায় খুশি। তবে প্রবল তুষারপাতের কারণে নাথুলা, ১৫ মাইলের দিকে যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে। কিছু জায়গায় কালো বরফ তৈরি হয়েছে যা সরাতে কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ে। কিন্তু উত্তর ভারত-সহ উত্তরবঙ্গে তাপমাত্রা কমতে থাকে। তার ফলেই এই তুষারপাত।   

আগে থেকেই সিকিমে ব্যাপক তুষারপাতের পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। আর তার প্রভাবেই উত্তরবঙ্গের পার্বত্য এলাকাও বুধবার কুয়াশার দাপট অনেকটাই কমবে। এদিকে বুধবার সকালে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার – এই চার জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তর ভারতে আসছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল সিকিমের লাচেনে।
  • পূর্বাভাস সত্যি করে এই মরশুমে আরও একবার তুষারপাত দেখল এই ছোট্ট শহর। ফলে খুশি পর্যটকরাও।
  • মঙ্গলবার রাত থেকেই তুষারপাত শুরু হয় উত্তর সিকিমের এই শহরে।
Advertisement