সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারী আবহে বন্যায় ভাসছে দেশের একাধিক রাজ্য। ওড়িশা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের একাংশ ও উত্তরপ্রদেশে বেশকিছু জেলা বন্যায় ভাসছে। ইতিমধ্যে মধ্যপ্রদেশের আটজনের মৃত্যু হয়েছে। অন্যান্য রাজ্য থেকেও মৃত্যুর খবর মিলছে। জোরকদমে চলছে উদ্ধারকার্যও। নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও।
রবিবার সকালে বন্যা কবলিত এলাকা হেলিকপ্টার চেপে পরিদর্শণ করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এরপর রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে ভারচুয়াল বৈঠকও সারেন তিনি। জানা গিয়েছে, গোটা রাজ্যে প্রায় ৯ হাজার মানুষকে রিলিফ ক্যাম্পে সরানো হয়েছে। বাকিদেরও উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। বেশকিছু জেলায় উদ্ধারকার্যে নেমেছে সেনাও।
[আরও পড়ুন : ‘আমরা কারওর হাতের পুতুল নই’, পাকিস্তানকে তীব্র আক্রমণ ফারুখ আবদুল্লার]
এদিকে ওড়িশার একাধিক জেলায় বন্যা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। ইতিমধ্যেই বন্যার জেরে একাধিক দুর্ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। নিচু এলাকাগুলি থেকে দুর্গতদের সরানোর কাজ করছে প্রশাসন। সবচেয়ে খারাপ অবস্থা ভদ্রকে। ব্রাহ্মণী, বৈতরণী, সুবর্ণরেখা-সহ একাধিক নদীর জল বেড়েছে। বিপদসীমা ছুঁয়েছে মহানদীও। যেকোনও মুহূর্তে নদীর পাড় উপচে জল ঢোকার আশঙ্কা লাগোয়া এলাকাগুলিতে। ভদ্রকের কয়েকশো বিঘা জমি ইতিমধ্যেই জলের তলায়। জলের তোড়ে বহু এলাকায় ভেঙে পড়েছে কাঁচাবাড়ি। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের অবস্থাও তথৈবচ।
[আরও পড়ুন : খেলনা নিয়ে নয়, পরীক্ষা নিয়ে আলোচনা চাই’, মোদির ‘মন কি বাতে’র পালটা দিলেন রাহুল]
The post করোনার দোসর বন্যা, জলমগ্ন মধ্যপ্রদেশ-ওড়িশার বিস্তীর্ণ অঞ্চল, মৃত কমপক্ষে ১০ appeared first on Sangbad Pratidin.