shono
Advertisement

Breaking News

‘ওটা কোনও রোগই নয়’, উত্তরপ্রদেশে সোয়াইন ফ্লুতে ১১ জনের মৃত্যুর পরও নির্বিকার যোগী

করোনা ভাইরাসের পাশাপাশি সোয়াইন ফ্লু নিয়েও প্রবল আতঙ্ক ছড়িয়েছে ভারতে। The post ‘ওটা কোনও রোগই নয়’, উত্তরপ্রদেশে সোয়াইন ফ্লুতে ১১ জনের মৃত্যুর পরও নির্বিকার যোগী appeared first on Sangbad Pratidin.
Posted: 05:11 PM Mar 03, 2020Updated: 01:06 PM Mar 12, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের পাশাপাশি সোয়াইন ফ্লু(Swine Flu) নিয়েও গত কয়েকদিন ধরে আতঙ্ক ছড়িয়েছে ভারতে। ইতিমধ্যেই এর জেরে উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু মেরঠেই প্রাণ হারিয়েছে আটজন। এর ফলে স্থানীয়দের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ফ্লু কোনও রোগ নয় বলেই দাবি করলেন তিনি।

Advertisement

এপ্রসঙ্গে তিনি বলেন, ‘মূলত আবহাওয়া বদলের ফলেই মানুষের ঠান্ডা লাগে। সর্দিকাশি হয়। সোয়াইন ফ্লু’র ফলে মেরঠে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানতে পারলাম। কিন্তু, ফ্লু কোনও রোগ নয়। আবহাওয়ার পরিবর্তনের ফলে কারও কারও ঠান্ডা লাগে। তার থেকেও বেশি কিছু হলে আমরা কখনও সোয়াইন ফ্লু আবার কখনও বার্ড ফ্লু’র নাম দিই।’

[আরও পড়ুন: ‘আতঙ্কিত হবেন না’, করোনা সংক্রমণের আবহে টুইটারে দেশবাসীকে আশ্বাস প্রধানমন্ত্রীর ]

 

যেকোনও রোগের সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষকে সচেতন করার উপরেই সবচেয়ে জোর দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। বলেন, ‘রোগ ছড়ালেও অযথা আতঙ্কিত হবেন না। স্বাস্থ্য দপ্তর বরং আগে থেকে তৈরি থাকুক অ্যাকশন প্ল্যান বানিয়ে। হাসপাতালগুলিকেও আগে থেকে বিশেষ ওয়ার্ড বানিয়ে সবাইকে সাবধান ও সজাগ করা উচিত। যাতে রোগ না ছড়ায়। তবে অযথা আতঙ্ক ও ভয় ছড়ানোর দরকার নেই। বরং কী করে রোগ ঠেকানো যায় বা সেরে ওঠা যায়, সেই ব্যাপারে সচেতন হওয়া উচিত। সাধারণ মানুষের পাশাপাশি এর জন্য সজাগ হতে হবে স্বাস্থ্য দপ্তরকেও।’

[আরও পড়ুন: ‘ইন্টারন্যাশনাল রোমিং প্যাক মারুন,’ বিদেশ ভ্রমণ নিয়ে রাহুলকে কটাক্ষ বাবুলের]

The post ‘ওটা কোনও রোগই নয়’, উত্তরপ্রদেশে সোয়াইন ফ্লুতে ১১ জনের মৃত্যুর পরও নির্বিকার যোগী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement