সোমনাথ রায়, নয়াদিল্লি: আজ নারী দিবস। আর এই বিশেষ দিনে নারীশক্তির জয়গানে অভিনব উদ্যোগ নিল রেল। আজ বন্দে ভারত এক্সপ্রেসে শুধুই থাকবেন মহিলা ক্রু সদস্য। তাঁরাই পরিচালনা করবেন সমস্ত কিছু। এছাড়া নারী দিবস উপলক্ষে গুজরাটে এক মেগা ইভেন্টের আয়োজন করা হয়েছে। যেখানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেও তাঁর নিরাপত্তার দায়িত্বে শুধুই রয়েছেন মহিলা আধিকারিকরা। যা ভারতের ইতিহাসে প্রথমবার ঘটতে চলেছে। এই বড় অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে নারী দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদি।

জানা গিয়েছে, আজ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে ছাড়ে সাইনগর শিরডি বন্দে ভারত এক্সপ্রেস (ট্রেন নম্বর ২২২২৩)। লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলট, ট্রেন ম্যানেজার এবং টিকিট পরীক্ষক থেকে অন-বোর্ড ক্যাটারিং স্টাফ সকলেই মহিলা। বন্দে ভারতে এহেন পদক্ষেপ এই প্রথম। এই ঐতিহাসিক মুহূর্ত নিয়ে গর্বিত ভারতীয় রেলও। নারীশক্তি, নিষ্ঠা এবং নেতৃত্বকে সম্মান জানাতেই এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রেল।
এদিকে, আজ নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, 'নারী দিবসে আমরা আমাদের নারীশক্তিকে প্রণাম জানাই। আমাদের সরকার সর্বদা নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে এসেছে। আগামী দিনেও করবে। আমাদের পরিকল্পনা এবং কর্মসূচিতেও তার প্রতিফলন ঘটেছে। আমি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো বিভিন্ন ক্ষেত্রে খ্যাতি অর্জনকারী নারীরা পরিচালনা করবেন।'
প্রসঙ্গত, আজ গুজরাটের নওসারিতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমস্ত আয়োজন খুঁটিয়ে দেখছেন নিরাপত্তার দায়িত্বে থাকা মহিলা আধিকারিকরা। তালিকায় রয়েছেন আইপিএস, কনস্টেবল ও এসআই। এই বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি জানিয়েছেন, “নারী দিবসে উপলক্ষে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে গুজরাট পুলিশ। ভারতের ইতিহাসে এই প্রথমবার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন শুধুমাত্র মহিলা আধিকারিকরা। এই বড় অনুষ্ঠানের গোটাটাই তাঁরা খতিয়ে দেখছেন। প্রধানমন্ত্রী প্রথমে ভানসি বোরসি গ্রামের হেলিপ্যাডে নামবেন। তারপর নওসারিতে অনুষ্ঠানে যোগ দেবেন। এই পুরো সময়টায় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকবেন শুধু মহিলারাই।” তাঁর কথায়, এই উদ্যোগ নারী দিবসে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দেবে। সকলে জানতে পারবেন গুজরাটকে একটি নিরাপদ ও সুরক্ষিত রাজ্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নারীরা কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।