সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায়৷ একটি বাড়িতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হল ৬ জনের। মৃতদের মধ্যে রয়েছেন একজন প্রাক্তন ডেপুটি পুলিশ সুপারিটেন্ডেন্ট এবং তাঁর তিন বছরের নাতি। মঙ্গলবার গভীর রাতের এই ঘটনায় শোকের ছায়া গোটা জেলায়।
ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, দুর্ঘটনায় নিহত প্রাক্তন ডিএসপির পরিবার ওই বাড়িটিতে ভাড়া থাকত। মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ আচমকাই কাঠুয়ার শিবনগরের সেই বাড়িতে আগুন লেগে যায় ৷ সঙ্গে সঙ্গে ঘন ধোঁয়ায় ভরে যায় ঘরের ভিতরটা। আর সেই ধোঁয়াতেই ঘুমন্ত অবস্থায় দমবন্ধ হয়ে মারা যান ৬ জন। মোট ১০ জন সেখানে ছিলেন বলে জানা যাচ্ছে। বাকিদের অবস্থাও সংকটজনক বলে জানিয়েছে পুলিশ। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন তিনি। নিহতদের মধ্যে রয়েছেন ৮১ বছরের প্রাক্তন ডিএসপি অবতারকৃষেণ রায়না, তাঁর মেয়ে বরখা রায়না, নাতি তিন বছরের তাকাশ ও ১৭ বছরের গঙ্গা ভগৎ, ১৫ বছরের দানিশ ভগৎ এবং ৬ বছরের আদভিক। এক পুলিশ আধিকারিক এই তথ্য জানিয়েছেন। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।