নন্দিতা রায়, নয়াদিল্লি: ফের শক্তিবৃদ্ধি তৃণমূলের। শরদ পওয়ারের দল এনসিপি (NCP) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মাজিদ মেমন। বুধবার দিল্লিতে তৃণমূলের কার্যালয়ে দুই বর্ষীয়ান সাংসদ সৌগত রায় ও ডেরেক ও ব্রায়েনের উপস্থিতিতে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা অভিজ্ঞ আইনজীবী। দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তিনি, জানিয়েছে শীর্ষ নেতৃত্ব।
নভেম্বরে এনসিপি ছেড়েছিলেন মাজিদ (Majeed Memon)। পওয়ারের প্রতি কৃতিজ্ঞতা প্রকাশ করে জানিয়েছিলেন ব্য়ক্তিগত কারণে এনসিপি ছাড়ছেন। সেই সিদ্ধান্তের এক মাসের মধ্যে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন তিনি। এর ফলে জাতীয়স্তরে তৃণমূলের শক্তি আরও কিছুটা বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
[আরও পড়ুন: নিয়োগের দাবিতে বিক্ষোভের ‘শাস্তি’, টেট উত্তীর্ণদের নির্মম ভাবে পেটাল নীতীশের পুলিশ!]
গত ১৬ বছর ধরে শরদ পওয়ারের দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মেমন। এনসিপির টিকিটে রাজ্যসভার সাংসদও হয়েছিলেন। ২০২০ সাল অবধি সাংসদ ছিলেন তিনি। চলতি বছরের নভেম্বর মাসে দল ছাড়েন মেমন। সেইসময় টুইটারে তিনি লিখেছেন, “ব্যক্তিগত কারণে এনসিপির সদস্যপদ ত্যাগ করছি।” এর একমাসের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন তিনি।
মেমন পেশায় ক্রিমিনাল লইয়ার। বহু নামীদামি রাজনীতিবিদ, অভিনেতা-অভিনেত্রী ও মানবাধিকার কর্মীর আইনি লড়াই লড়েছেন মেমন। বিদেশে পালিয়ে যাওয়া বহু ভারতীয়র প্রত্যর্পণ মামলায় তাঁদের আইনজীবী ছিলেন তিনি। এমনকী, ১৯৯৩ সালের মুম্বই হামলায় একাধিক অভিযুক্তর হয়েও মামলা লড়েছিলেন মেমন। তিনি অবশ্য নিজেও একজন মানবাধিকার কর্মী।
[আরও পড়ুন: ‘ভারত জোড়ো যাত্রা’য় এবার রঘুরাম রাজন, রাহুলের সঙ্গে পা মেলালেন RBI-এর প্রাক্তন গভর্নর]
এ প্রসঙ্গে বলে রাখা দরকার, এনসিপি-বিজেপির কার্যত আদায় কাঁচকলায় সম্পর্ক। মহারাষ্ট্রে শিব সেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকারকে গদিচ্যুত করেছে গেরুয়া শিবির। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরম প্রশংসা করেছিলেন এনসিপির প্রাক্তন নেতা মাজিদ মেমন। যা নিয়ে সেইসময় বিস্তর জলঘোলা হয়। এবার সেই নেতাই যোগ দিলেন তৃণমূলে।