সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে ফের ভয়াবহ ধস। এবার বিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ধস নেমে প্রাণ গেল অন্তত ৪ জনের। আহত আরও ৬ জন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা এবং কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং (Dr Jitendra Singh)।
স্থানীয় সূত্রের খবর, শনিবার জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) কিস্তওয়ারে একটি মেগা বিদ্যুৎ প্রকল্পের কাজ চলাকালীন সুড়ঙ্গের ভিতরে আচমকাই ধস নামে। সেসময় সুড়ঙ্গের ভিতরে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। একটি জেসিবিও ছিল সুড়ঙ্গের ভিতরে।আচমকা ধস নামায় তারা প্রত্যেকেই আটকে পড়েন সুড়ঙ্গের মধ্যে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। দ্রুত সুড়ঙ্গে ঢুকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা করেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত উদ্ধারকারী দলের বেশ কয়েকজন আটকে পড়েছেন বলেও খবর।
[আরও পড়ুন: ‘বিজেপিতে স্বস্তি নেই’, কংগ্রেসে প্রত্যাবর্তন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের]
বাধ্য হয়ে স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনা এবং বিপর্যয় মোকাবিলা দলও। সংবাদসংস্থা ANI-এর দাবি অনুযায়ী রবিবার সকালে উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। সুড়ঙ্গে আটকে থাকা ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ছিলেন জেসিবির চালকও। আরও অন্তত ৬ জন আহত হয়েছেন বলে খবর। তবে আটকে থাকাদের মধ্যে বেশ কয়েকজনকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।
[আরও পড়ুন: এক সপ্তাহে তিন গণধর্ষণ ত্রিপুরায়, তিরে মন্ত্রীপুত্র! গ্রেপ্তার চেয়ে পথে তৃণমূল]
ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিন্হা (Manoj Sinha)। শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও। তিনি জানিয়েছেন, কিস্তওয়ারের জেলা প্রশাসনের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। আহতদের চিকিৎসায় সবরকম সাহায্য করছে প্রশাসন। প্রশ্ন উঠছে, কাশ্মীরের পাহাড়ি এলাকায় এই ধরনের ঘটনার ঝুঁকি থেকেই যায়, এক্ষেত্রে প্রশাসন আগে থেকে কতটা সতর্কতা অবলম্বন করেছে, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।