shono
Advertisement
National Eligibility Test

আর বাধ্যতামূলক নয় নেট! অধ্যাপক নিয়োগের নিয়মে বড় বদল আনল UGC

উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও এবার নিয়মে বদল আনার সুপারিশ করা হয়ছে।
Published By: Subhajit MandalPosted: 02:54 PM Jan 08, 2025Updated: 02:54 PM Jan 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সহকারী অধ্যাপক নিয়োগের নিয়মে বড়সড় বদল। এখন থেকে সবক্ষেত্রে আর বাধ্যতামূলক নয় ইউজিসি নেট। M.E. বা M-Tech ডিগ্রিতে যে সমস্ত পড়ুয়া ৫৫ শতাংশের বেশি নম্বর পাচ্ছেন, তাঁদের সহকারী অধ্যাপক হওয়ার জন্য আর নেট পাশ করতে হবে না।

Advertisement

সোমবার অধ্যাপক এবং ভাইস চ্যান্সেলর নিয়োগের ক্ষেত্রে নতুন একটি খসড়া প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেই খসড়া অনুযায়ী, কলেজ-বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যুক্ত হওয়ার ক্ষেত্রে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা ইউজিসি নেট উত্তীর্ণ হওয়া আর বাধ্যতামূলক নয়। এম.ই বা এম.টেক ডিগ্রিতে যে সমস্ত প্রার্থী ৫৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন, তারা কোনওরকম ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টে উত্তীর্ণ না হয়েও বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হতে পারবেন। সেক্ষেত্রে তাঁদের স্নাতক স্তরে ৭৫ শতাংশ নম্বর পেতে হবে। এবং পিএইচডি থাকতে হবে।

এর বাইরে নতুন খসড়াতে বলা হয়েছে, এবার থেকে অধ্যাপক বা সহকারী অধ্যাপক হওয়ার জন্য আর একই বিষয়ের ধারাবাহিকতা রাখা বাধ্যতামূলক নয়। অর্থাৎ কেউ হয়তো স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ইতিহাস নিয়ে পাশ করলেন, কিন্তু পিএইচডি করলেন বাংলা নিয়ে। তাহলে তিনি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানোর যোগ্য। আবার কেউ যদি কলেজ-বিশ্ববিদ্যালয়ে যে বিষয় ছিল, সেই বিষয়ের বাইরে অন্য কোনও বিষয়ে নেট পাশ করে থাকেন, তাহলে তিনিও ওই বিষয়ে অধ্যাপক হওয়ার যোগ্য।

এর বাইরে উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও এবার নিয়মে বদল আনার সুপারিশ করা হয়ছে। নতুন নিয়ম অনুযায়ী, উপাচার্য শুধুমাত্র শিক্ষাবিদরাই নন, এবার থেকে উপাচার্য হতে পারবেন অন্যান্য ক্ষেত্রের গুণী ব্যক্তিরাও। শিল্প, জনসেবা, নীতি নির্ধারকদেরও উপাচার্য হিসাবে নিয়োগ করা হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সহকারী অধ্যাপক নিয়োগের নিয়মে বড়সড় বদল।
  • এখন থেকে সবক্ষেত্রে আর বাধ্যতামূলক নয় ইউজিসি নেট।
  • M.E. বা M-Tech ডিগ্রিতে যে সমস্ত পড়ুয়া ৫৫ শতাংশের বেশি নম্বর পাচ্ছেন, তাঁদের সহকারী অধ্যাপক হওয়ার জন্য আর নেট পাশ করতে হবে না।
Advertisement