shono
Advertisement
Goa

'সাম্প্রদায়িক' মন্তব্যের জের, আরএসএস নেতার গ্রেপ্তারির দাবিতে খ্রিস্টানদের বিক্ষোভ গোয়ায়

গোয়ার ঘটনায় বিজেপি ও আরএএস-কে তোপ দেগেছেন রাহুল গান্ধী।
Published By: Kishore GhoshPosted: 06:05 PM Oct 06, 2024Updated: 06:17 PM Oct 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাথলিক খ্রিস্টান মিশনারি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার সম্পর্কে 'আপত্তিকর' মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে গোয়ার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রাক্তন প্রধান সুভাষ ভেলিংকরের বিরুদ্ধে। 'সাম্প্রদায়িক' মন্তব্যের প্রতিবাদে ভেলিংকরের গ্রেপ্তারির দাবিতে পথে নামলেন সৈকত রাজ্যের খ্রিস্টান সম্প্রদায়। সেন্ট ফ্রান্সিস জেভিয়ার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় গেরুয়া শিবিরকে একহাত নিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সব মিলিয়ে সাগরপারে উত্তেজনা চরমে উঠেছে।

Advertisement

এদিন পুরনো গোয়াতে ভেলিংকরের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন খ্রিস্টান সম্প্রদায়ের বহু মানুষ। মারগাও শহরেও বিক্ষোভ সমাবেশের ডাক দেন ক্যাথলিক খ্রিস্টানরা। শনিবার মারগাওয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ অবরোধ তুলতে এলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে আন্দোলনকারী জনতার। এই ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। যদিও এর মধ্যেই গোয়ার চার্চ কর্তৃপক্ষের তরফে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে শান্তির বার্তা দেওয়া হয়েছে।

এদিকে সাম্প্রতিক ঘটনায় রাজনীতির বাজার গরম। রবিবার আরএসএস নেতার কাণ্ডে মুখ খুলেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, "ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হচ্ছে।" রাহুলের কথায়, বিজেপি শাসিত গোয়ায় সাম্প্রদায়িক সম্প্রতি আক্রান্ত। এক্স হ্যান্ডেলে রাহুল লেখেন, "বিজেপি ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে, একজন প্রাক্তন আরএসএস নেতা খ্রিস্টানদের বিরুদ্ধে এই কাজ করছেন। অন্যদিকে আরএসএস মুসলমানদের অর্থনৈতিক বয়কটের আহ্বান জানিয়ে ক্রমাগত উসকানি দিচ্ছে। ভারত জুড়ে সংঘ পরিবার একই কাজ চালাচ্ছে। শীর্ষ স্তরেও যার সমর্থন রয়েছে।" পাশাপাশি গোয়ার কাউন্সিল ফর সোশাল জাসটিস অ্যান্ড পিস এই ঘটনার নিন্দা করে ভেলিংকরের মন্তব্যের নিন্দা করেছে। সব মিলিয়ে প্রাক্তন আরএসএস প্রধানের মন্তব্যে গোয়ায় বেজায় অস্বস্তিতে বিজেপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এদিন পুরনো গোয়াতে ভেলিংকরের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন খ্রিস্টান সম্প্রদায়ের বহু মানুষ।
  • মারগাও শহরেও বিক্ষোভ সমাবেশের ডাক দেন ক্যাথলিক খ্রিস্টানরা।
Advertisement