shono
Advertisement
Goa nightclub

গোয়া অগ্নিকাণ্ড: দিল্লিতে আটক অভিশপ্ত নাইটক্লাবের অন্যতম কর্ণধার অজয় গুপ্ত

শীঘ্রই গোয়া নিয়ে যাওয়া হবে অভিযুক্তকে।
Published By: Amit Kumar DasPosted: 09:01 AM Dec 10, 2025Updated: 09:13 AM Dec 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডের তদন্তে নেমে এবার বড় পদক্ষেপ। ম্যানেজারের গ্রেপ্তারির পর এবার পুলিশের হাতে আটক অভিশপ্ত নাইটক্লাবের অন্যতম কর্ণধার অজয় গুপ্ত। সম্প্রতি দিল্লি থেকে তাঁকে আটক করেছে পুলিশ। জানা যাচ্ছে, শীঘ্রই গোয়া নিয়ে গিয়ে গ্রেপ্তার করা হবে অভিযুক্তকে।

Advertisement

অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে নেমে গোয়া পুলিশের তরফে অজয় গুপ্ত ও সুরিন্দর কুমার খোসলার বিরুদ্ধে আগেই লুক আউট নোটিস জারি করেছিল পুলিশ। এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে নাইটক্লাবের চিফ জেনারেল ম্যানেজার রাজীব মোদক, জেনারেল ম্যানেজার বিবেক সিং, বার ম্যানেজার রাজীব সিংহানিয়া, গেট ম্যানেজার রিয়াংশু ঠাকুর এবং কর্মী ভারত কোহলিকে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তদের। অন্যদিকে, এই নাইটক্লাবের দুই মালিক সৌরভ লুথরা ও গৌরব লুথরা ঘটনার পরদিনই দেশ ছেড়ে পালান। জানা যাচ্ছে, বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন তাঁরা। তাঁদের বিরুদ্ধেও জারি হয়েছে ব্লু কর্নার নোটিস। এবার পুলিশি তল্লাশিতে আটক হলেন নাইটক্লাবের অন্যতম কর্ণধার অজয় গুপ্ত।

উল্লেখ্য, উত্তর গোয়ার আরপোরায় বাগা সুমদ্র সৈকতের কাছে অবস্থিত জনপ্রিয় নৈশক্লাবটিতে শনিবার পার্টি চলাকালীন আগুন ধরে যায়। এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে। ঘটনার তদন্তে জানা গিয়েছে, এই দুর্ঘটনার নেপথ্যে রয়েছে একাধিক অনিয়ম। বেআইনি নির্মাণ, সংকীর্ণ এবং অপর্যাপ্ত প্রবেশপথ-সহ ভুরি ভুরি অভিযোগ উঠেছে ওই ক্লাবের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে বিরোধী দলের তোপের মুখে পড়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত। ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তারা এক সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে। পাশাপাশি মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন সওয়ান্ত।

মঙ্গলবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্তের নির্দেশে তাঁদের মালকানাধীন আরও একটি নৈশক্লাব ‘রোমিও ল্যানে’ ভেঙে দেওয়া হল। ‘রোমিও ল্যানে’ নৈশক্লাবের চেন দেশের একাধিক শহরে ছড়ায় লুথরা গ্রুপ। গোয়া ছাড়াও দিল্লি এবং হরিয়ানায় রয়েছে সৌরভ ও গৌরভের নৈশক্লাব। তার একটিতে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ২৫ জনের। যার মধ্যে ২০ জন কর্মী। ৫ জন পর্যটক। মঙ্গলবার গোয়ার লুথরা গ্রুপের নৈশক্লাবটিকে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল। জানা গিয়েছে, সরকারি জমিতেই গজিয়ে উঠেছিল ওই নৈশক্লাব। প্রশ্ন উঠছে, কীভাবে প্রশাসনের নাকের ডগায় তা সম্ভব হল? তবে কি ‘ঠক বাছতে গাঁ উজাড়’ হওয়ার দশা!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডের তদন্তে নেমে এবার বড় পদক্ষেপ।
  • ম্যানেজারের গ্রেপ্তারির পর এবার পুলিশের হাতে আটক অভিশপ্ত নাইটক্লাবের অন্যতম কর্ণধার অজয় গুপ্ত।
  • সম্প্রতি দিল্লি থেকে তাঁকে আটক করেছে পুলিশ।
Advertisement