সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহ খানেক ধরে চলা উড়ান বিপর্যয়ে ব্যাপক যাত্রী হেনস্তার পর অবশেষে ইন্ডিগোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কেন্দ্র। দেশের বৃহত্তম বিমানসংস্থার পরিষেবা ১০ শতাংশ ছাঁটা হল। দিনে ইন্ডিগোর উড়ানের সংখ্যা ২২০০টি। ১০ শতাংশ উড়ান কমা মানে দিন প্রতি ২০০টি উড়ান বাদ গেল।
সরকারের এই সিদ্ধান্তের কথা ইন্ডিগো নিজেও এক্স হ্যান্ডেলে জানিয়েছে। সেখানে বলা হয়েছে, "মন্ত্রক মনে করে যে ইন্ডিগোর রুট কমানো প্রয়োজন। এর ফলে বিমানসংস্থার কার্যক্রম স্থিতিশীল হবে এবং উড়ান বাতিলের সংখ্যা কমবে। ১০ শতাংশ উড়ান কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশিকা মেনে চলার পাশাপাশি ইন্ডিগো আগের মতোই তার কার্যক্রম চালিয়ে যাবে।" এছাড়াও ভাড়া বৃদ্ধি এবং যাত্রী সুবিধা নিয়ে বেশ কিছু নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, এক্স হ্যান্ডেলের পোস্টে জানিয়েছে ইন্ডিগো।
মঙ্গলবার সকালে জানা গিয়েছিল, দিন প্রতি ইন্ডিগোর ৫ শতাংশ পরিষেবা ছাঁটতে পারে কেন্দ্র। যদিও শেষ পর্যন্ত ১০ শতাংশ উড়ান কমানো হল। উল্লেখ্য, এদিন সকালেই বিমানসংস্থার কর্তা পিটার এলবার্সকে নতুন করে সমন পাঠিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।
প্রসঙ্গত, সোমবার রাজ্যসভায় বঅসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নায়ডু বলেন, “আমরা পাইলট, বিমানকর্মী এবং যাত্রীদের দেখভাল করে থাকি। এই বিষয়ে সমস্ত বিমান সংস্থাকে স্পষ্ট করে জানানো হয়েছে। ইন্ডিগোর উচিত ছিল ব্যবস্থাপনা সঠিক রাখা। যাত্রীরা ভয়ংকর সমস্যার সম্মুখীন হয়েছেন। আমরা এই পরিস্থিতিকে মোটেই হালকাভাবে নিচ্ছি না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি বিমান সংস্থার জন্য একটি উদাহরণ স্থাপন করব। যদি নির্দেশিকা অমান্য হয়, তবে ব্যবস্থা নেব।” শেষ পর্যন্ত বাস্তবিক ব্যবস্থা নিল কেন্দ্র।
